ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ৯ মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কারে ভূষিত

প্রকাশিত: ০৪:৩৪, ১৫ নভেম্বর ২০১৮

মাদারীপুরে ৯ মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কারে ভূষিত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৪ নবেম্বর ॥ মাদারীপুর পৌরসভার আয়োজনে বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে ৯ গর্ভধারিণী মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ সকল ‘রতœগর্ভা’ মা হলেন-মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের হাফিজুননেছা, ২নং ওয়ার্ডের নূরজাহান বেগম, ৩নং ওয়ার্ডের ঊষা রাণী দাস, ৪নং ওয়ার্ডের ফাতেমা খাতুন, ৫নং ওয়ার্ডের মমতাজ বেগম, ৬নং ওয়ার্ডের সেলিনা বেগম, ৭নং ওয়ার্ডের নূরজাহান বেগম, ৮নং ওয়ার্ডের আলিমুন নেছা এবং ৯নং ওয়ার্ডের রহিমা খান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ‘রত্নগর্ভা’ মায়েদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও চেয়ারপার্সন, বোর্ড অব ট্রাস্টিজ, টিআইবি এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট এ্যাডভোকেট সুলতানা কামাল। মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন, ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, ওয়াহিদুল ইসলাম, জেলা প্রশাসক, উত্তম প্রসাদ পাঠক। নোবিপ্রবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভা নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৪ নবেম্বর ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে ‘উন্নয়নের মূলমন্ত্র শেখ হাসিনার গণতন্ত্র’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞার সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুম মিঞার সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক পলাশ কর্মকার, অর্থনীতি বিভাগের প্রভাষক মাজনুর রহমান, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, শিক্ষা বিভাগের প্রভাষক ওয়ালিউর রহমান আকন্দ প্রমুখ।
×