ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৪:৩২, ১৫ নভেম্বর ২০১৮

ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সদরের পুলিয়ামারী নামকস্থানে মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে চরকালিবাড়ি গ্রামের সুরুজ ওরফে গোলাম মোস্তফার ছেলে সুমন। পুলিশের দাবি সুমন মাদক বিক্রেতা। তার নামে ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মাদক ভাগাভাগির খবর পেয়ে অভিযান চালাতে ময়মনসিংহ সদরের পুলিশ পুলিয়ামারীতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সুমনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সিলেটে এক মাসে ১০ লাখ টাকার সিগারেট জব্দ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিভিন্ন সীমান্ত থেকে গত এক মাসে ১০ লাখ টাকারও বেশি অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছয়টির বেশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, দেশের বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েক বছর ধরে অবৈধ সিগারেটের ব্যবসা বেড়েই চলছে। এ বাজার ধরতে সংঘবদ্ধ কয়েকটি চক্র বৃহত্তর রংপুর, রাজশাহী এবং পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের সিগারেট এনে ছড়িয়ে দিচ্ছে। ফলে সিলেটের বাজারে দিন দিন এই অবৈধ সিগারেটের বাণিজ্য আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই পরিস্থিতি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে অভিযান চালাচ্ছে।
×