ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিডরের ১১ বছর আজ ॥ এখনও ভোলেনি উপকূলের মানুষ

প্রকাশিত: ০৪:৩২, ১৫ নভেম্বর ২০১৮

সিডরের ১১ বছর আজ ॥ এখনও ভোলেনি উপকূলের মানুষ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৪ নবেম্বর ॥ ১৫ নবেম্বর সিডর তাণ্ডবের ১১ বছর। প্রকৃতির বুলডোজার খ্যাত সুপার সাইক্লোন ঘুর্ণি ঝড়ের ভয়াল তাণ্ডবের কথা সাগরপারের কলাপাড়ার মানুষ আজও ভোলেনি। এখনও কলাপাড়ায় পাঁচ হাজার পরিবার বেড়িবাঁধের বাইরে ঝুপড়ি ঘরে ঝুঁকিতে বসবাস করছে। এছাড়া যাদের পুনর্বাসিত করা হয়েছিল তারও ৯৫ ভাগ ঘরের বাস উপযোগিতা নেই। বাড়ছে গৃহহারা পরিবারের সংখ্যা। ২০০৭ সালে সিডরের ভয়াল তাণ্ডবে কলাপাড়ায় সরকারী হিসাবে ৯৪ মানুষের প্রাণহানি ঘটে। বেসরকারী হিসাবে ১০৪ জন। আজও নিখোঁজের রয়েছে সাত জেলে ও এক শিশু। আহত হয়েছে ১৬৭৮ জন। এর মধ্যে ৯৬ প্রতিবন্ধী হয়ে গেছে। বিধবা হয়েছে ১২ গৃহবধূ। এতিম হয়েছে ২০ শিশু। সম্পূর্ণভাবে ঘর বিধ্বস্ত হয়েছে ১২ হাজার নয় শ’ পরিবার। আংশিক বিধ্বস্ত হয় ১৪ হাজার নয় শ’ ২৫ পরিবার। তিন হাজার দুই শ’ ২৫ জেলে পরিবার ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃতির ওই কালো থাবায় শতকরা ৯০ ভাগ পরিবার ক্ষতির শিকার হয়। সম্পূর্ণ এবং আংশিক বিধ্বস্ত পাঁচ হাজার পরিবার আজও মানবেতর জীবনযাপন করছে। লালুয়ার চারিপাড়ার ভাঙ্গা বাঁধের স্লোপে থাকা অন্তত ৩০টি পরিবারের লোকজন জানান, এখনও এক চিলতে জমির সন্ধান তাদের মেলেনি। যে কোন সময় ফের জলোচ্ছ্বাসে সব ভেসে যাওয়ার আতঙ্ক রয়েছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে থাকছেন। এরা বেড়িবাঁধের বাইরে ঝুপড়ি তুলে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছেন।
×