ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মস্কোতে চলছে বিরল গাড়ি প্রদর্শনী

প্রকাশিত: ০৪:২৮, ১৫ নভেম্বর ২০১৮

মস্কোতে চলছে বিরল গাড়ি প্রদর্শনী

রাশিয়ার রাজধানী মস্কোতে চলছে বিরল গাড়ি প্রদর্শনী। বিংশ শতাব্দীর শুরুর দিকে উৎপাদিত রেনল্ট ট্যাক্সি ক্যাব থেকে আধুনিক অ্যাস্টন মার্টিন ঠাঁই পেয়েছে এতে। ৮ নবেম্বরে শুরু হওয়া এই প্রদর্শনীতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। চলবে ১৮ নবেম্বর পর্যন্ত। চলছে নিলাম কার্যক্রমও। বিংশ শতাব্দীর শুরুর দিকে উৎপাদিত রেনল্ট ট্যাক্সি ক্যাব থেকে অত্যাধুনিক অ্যাস্টন মার্টিন, দুষ্প্রাপ্য বিএমডব্লিউ ৫০৩ থেকে মস্কভিচ, ভলগা ব্র্যান্ডের গাড়ি। এমন ঐতিহাসিক গাড়ির প্রদর্শনী চলছে রাশিয়ার রাজধানী মস্কোতে। অটোমোবাইল ইতিহাসের অংশ হওয়া ৩০টি গাড়ি একত্রিত করেছে স্থানীয় একটি নিলাম ঘর। শত বছরের পুরনো আকর্ষণীয় কিছু গাড়ি সংগ্রহ করেছি। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স সরকারের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত রেনল্ট ট্যাক্সির সঙ্গে রাখা হয়েছে আধুনিক অ্যাস্টন মার্টিনও। অটোমোবাইল ইতিহাসের সাক্ষী এগুলো। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে লিমিটেড এডিশন ও বিশেষ অনুরোধে নির্মিত গাড়ি। -অর্থনৈতিক রিপোর্টার
×