ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে আয়কর মেলায় প্রথমদিনে রেকর্ডসংখ্যক রাজস্ব আদায়

প্রকাশিত: ০৪:২৮, ১৫ নভেম্বর ২০১৮

বরিশালে আয়কর মেলায় প্রথমদিনে রেকর্ডসংখ্যক রাজস্ব আদায়

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘উন্নয়ন ও উত্তরণ-আয়করের অর্জন’ সেøাগান সামনে রেখে বিভাগীয় শহর বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে চলমান সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথমদিনে সরকারের রাজস্ব খাতে রাজস্ব এসেছে ৫৫ লাখ ৫৪ হাজার ৩৫৬ টাকা। প্রথম দিনেই রিটার্ন জমা দিয়েছে এক হাজার, ৩৩৮জন। মেলা উদ্বোধন থেকে বিকেল পাঁচটা পর্যন্ত করদাতা ও রিটার্ন জমাদানকারী তিন হাজার ২০৮ গ্রহীতাকে সেবা প্রদান করা হয়েছে। ওই দিনই নতুন করদাতা সৃষ্টি হয়েছে ৮৫ জন। মেলা প্রাঙ্গণে কর ও রিটার্ন জমা দেয়ার জন্য নবীন-প্রবীণ ও নারী গ্রাহকদের ছিল উপচেপড়া ভিড়। মেলা প্রাঙ্গণে বসে বরিশাল কর অঞ্চলের সহকারী কর কমিশনার (প্রশাসন) আবুল কালাম আজাদ বলেন, গত বছরের চেয়ে এ বছর মেলা প্রাঙ্গণে বেড়েছে সেবা ও তথ্য কেন্দ্রের পরিধি। ফলে সহজেই সেবা গ্রহীতারা সেবা নিতে পারছেন। এবার মেলায় গত বছরের চেয়ে করদাতার পদচারণাও বেশি। এবারের মেলা থেকে গত বছরের টার্গেট ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে বরিশাল কর অঞ্চল প্রধানসহ সকল কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
×