ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সান্তাহারে আলু প্রতি কেজি ১২০ টাকা

প্রকাশিত: ০৪:২৭, ১৫ নভেম্বর ২০১৮

সান্তাহারে আলু প্রতি কেজি ১২০ টাকা

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ এক কেজি আলু ১২০ টাকা। অবিশ্বাস্য মনে হলেও সত্য। তবে চলমান নয়, নতুন আলু। নবান্ন উপলক্ষে চালাক কৃষকরা আলুর আগাম চাষ করে পাচ্ছেন এই বাম্পার মূল্য। সরকারী ক্যালেন্ডার মতে বৃহস্পতিবার পহেলা অগ্রহায়ণ তথা নবান্ন। নবান্ন বাঙালীর প্রাণের উৎসব। এই নবান্ন উৎসব পালন করতে সনাতন ধর্মের পাশাপাশি মুসলিম ধর্মের বহু আদি কৃষক পরিবার মনে করেন আমন ধানের নতুন চালের ভাত খাবার জন্য সবজি বা তরকারিতে নতুন আলুর প্রয়োজনীয়তা অপরিহার্য। অন্তত একটা হলেও চাই নতুন আলু; এমন রীতি চলে আসছে আদিকাল থেকে। এদিকে পুরাতন আলুর দামও এবার গতবারের চেয়ে তিন গুণ দামে বেচাকেনা হচ্ছে। গতবার এই সময়টাতে পুরাতন আলু ছিল প্রতি কেজি ৮/ ১২ টাকা। এবার বিক্রি হচ্ছে ৩০/৩২ টাকা। তবে নবান্নতে নতুন আলু ছাড়াও অন্যান্য পণ্য প্রয়োজন হয়। যা অনেক আগেই বাজারে এসেছে। সেগুলো হলো ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলা। অবশ্য এগুলোর দাম এখন ক্রেতার নাগালে। তবে নতুন আলু আকার ও মানভেদে খুচরা ১০০ থেকে ১২০ টাকা হলেও কৃষক পর্যায়ে দাম প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকা বলে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে।
×