ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সারাদেশে আয়কর মেলা শুরু

প্রকাশিত: ০৪:২৬, ১৫ নভেম্বর ২০১৮

সারাদেশে আয়কর মেলা শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। কর অঞ্চল-নারায়ণগঞ্জের যুগ্ম কর কমিশনার মোঃ সফিউল আজমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কর অঞ্চল নারায়ণগঞ্জের সহকারী কর কমিশনার মোঃ আশরাফ জামিল আফগান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। এর আগে শান্তির প্রতীক পায়রা ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এরপর সেবাদানকারী মেলার স্টলগুলো পরিদর্শন করা হয়। এবার আয়কর মেলায় ৬০ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৭ নবেম্বর বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। এছাড়াও ১৮ নবেম্বর শ্রীনগর উপজেলা, ১৯ নবেম্বর টঙ্গীবাড়ি উপজেলায় ভ্রাম্যমাণ আয়কর মেলার আয়োজন করা হবে। এবারের মেলায় ১৩টি স্টল অংশ নেয়। স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উন্নয়নের শীর্ষে যাব,যথাযথ আয়কর দিব—স্লোগানে কর অঞ্চল রংপুর কর্তৃক আয়োজিত কুড়িগ্রামে ৪দিনব্যাপী আয়কর মেলা-২০১৮ শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম অঞ্চলের ডিজিএম জিয়াউল ইসলাম আনোয়ারী। স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। বুধবার সকালে রংপুর কর অঞ্চলের পঞ্চগড় উপকর কমিশনারের কার্যালয়ের আয়োজনে পঞ্চগড় সরকারী অডিটরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে আয়কর মেলার উদ্বোধন করেন পঞ্চগড় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ। এ সময় অন্যদের মধ্যে রংপুর কর অঞ্চলের পঞ্চগড় সার্কেলের সহকারী কর কমিশনার নুরুস সালাম, ব্যবসায়ী নেতা মোশারফ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সরকারী অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চার দিনব্যাপী আয়কর মেলায় আয়কর সংগ্রহ, আয়কর বিষয়ক পরামর্শদান, টিআইএন রেজিস্ট্রেশন এবং ব্যাংকিং সেবা প্রদান করা হবে। স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা শিল্পকলা অডিটরিয়াম প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহীনুর আলম। সূত্র মতে, চারদিনের মেলায় নতুন রেজিস্ট্রেশন, নবায়ন এবং আয়কর বিষয়ক যাবতীয় তথ্য পাওয়া যাবে। মেলায় সঞ্চয় অফিস, সোনালী ব্যাংকের বুথের মাধ্যমে আয়কর প্রদান করতে পারবেন কর প্রদানে ইচ্ছুক ব্যক্তিগণ। নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ॥ ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ স্লোগান সামনে রেখে কিশোরগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার সকালে শহরের গাইটালস্থ উপকর কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান। এ বছর কিশোরগঞ্জে একজন নারী করদাতাসহ মোট সাতজনকে আয়কর বিভাগ সম্মাননা প্রদান করেছে। আর ২০১৮-১৯ করবর্ষে কিশোরগঞ্জ আয়কর বিভাগের কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১৫ কোটি টাকা। স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে তিন দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে মেলাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়। যশোর কাস্টমস কমিশনার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক নূর-ই-আলম, অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন, ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের সভাপতি সুজিত কুমার ঘোষ প্রমুখ। নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও আয়কর অফিস চত্বরে বুধবার সকাল থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। রংপুর কর অঞ্চলের ঠাকুরগাঁও উপ-কর কমিশনারের কার্যালয় এই মেলার আয়োজন করে। ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু বেলুন উড়িয়ে আয়কর মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে সহকারী কর কমিশনার মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলমসহ অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ফরিদপুরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। এ মেলার আয়োজন করেছে কর অঞ্চল-৩ ঢাকা। বুধবার থেকে অম্বিকা মেমোরিয়াল হলে এ মেলা শুরু হয়। এ মেলে চলবে আগামী ১৭ নবেম্বর শনিবার। বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন। নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী ॥ নোয়াখালী জেলা শহর মাইজদী বিআরডিবি ট্রেনিং সেন্টারে বেলুন উড়িয়ে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার কুমিল্লা কর অঞ্চলের অধীন নোয়াখালী আয়কর অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল। সভাপতিত্ব করেন নোয়াখালী উপ-কর কমিশনার নাফিস আহমেদ আখতার। নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় দুই দিনব্যাপী করমেলা শুরু হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবুল বাশার আকন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবুল বাশার আকন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর রহমান। কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাস, সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ শহীদুল আলম, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর উম্মে তামিমা বিথী, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
×