ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের মেলায় আয়কর প্রত্যয়ন সনদ দিচ্ছে না

করদাতার হয়রানি রয়েই গেল

প্রকাশিত: ০৪:২৫, ১৫ নভেম্বর ২০১৮

করদাতার হয়রানি রয়েই গেল

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে নবম বারের মতো আয়োজন করা হয়েছে আয়কর মেলা ২০১৮। কিন্তু আয়কর রিটার্ন দাখিলের চেয়ে কষ্টকর আয়কর প্রত্যয়ন পাওয়া। কারণ আয়কর কর্তৃপক্ষের অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা এই প্রত্যয়ন পত্রের বিপরীতে আয়কর দাতাকে নানভাবে হয়রানি করে আসছে। অভিযোগ রযেছে, আয়কর মেলা থেকে বিগত অর্থবছরের আয়কর পরিশোধের প্রত্যয়নপত্র প্রদান করছে না কর্তৃপক্ষ। ফলে ব্যক্তি করদাতার ক্ষেত্রে ব্যাংক লেনদেন থেকে শুরু করে গাড়ির ফিটনেস ফি জমা দিতেও আয়কর প্রত্যয়ন পত্রের জন্য বেগ পেতে হচ্ছে। অভিযোগ রয়েছে, দেশের জনগনকে উৎসাহিত করে আয়কর প্রদানের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে এনবিআর। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা এবং কর্মচারীর কারণে করদাতারা হয়রানির শিকার হচ্ছেন। কারণ রিটার্ন দাখিলের সময় আয়কর পরিশোধের প্রত্যয়ন পত্র প্রদান করা হয় না। নানা কাজের অজুহাতে কর কর্তৃপক্ষের লোকজন সময়ের পর সময় দিয়েও হয়রানি করেন করদাতাদের। অথচ, ডিজিটাল বাংলাদেশের এই যুগে আয়কর মেলায় যদি অনলাইনে রিটার্ন দাখিল করা যায় তাহলে কেন আয়কর পরিশোধ প্রত্যয়ন সনদ ওয়েবসাইট থেকে নেয়া যাবে না। এমন প্রশ্ন করদাতাদের। চট্টগ্রাম আয়কর মেলা আয়োজন কমিটির পক্ষ থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ নবেম্বর থেকে আগামী ১৯ নবেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী দেশের ৬৪টি জেলায় আয়কর মেলার আয়োজন করা হয়েছে। করদাতাদের সুবিধার্থে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় আয়কর পরিশোধ থেকে শুরু করে রিটার্ন দাখিল ও অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সেবা বুথ খোলা হয়েছে ৪৫টি। এ মেলায় করদাতাদের উৎসাহিত করার জন্য আয়োজনে রাখা হয়েছে-যেন করদাতারা তাদের কর পরিশোধের অধিক্ষেত্র জানতে পারেন। করদাতারা আয়কর সংক্রান্ত পরামর্শ গ্রহণ করতে পারবে। ই-টিআইএন ও রি-রেজিস্ট্রেশন করতে পারবে করদাতারা। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড নেয়া যাবে এই মেলা থেকে। হেল্প ডেস্কের মাধ্যমে রিটার্ন ফরম পূরণের সহযোগিতা পাওয়া যাচ্ছে এই মেলায়। মেলা প্রাঙ্গণে থাকছে ব্যাংক বুথে আয়কর পরিশোধের সুযোগ। কর সার্কেল সংশ্লিষ্ট বুথে রিটার্ন জমা দিয়ে করদাতা তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে পারবেন। এক কথায় ওয়ান স্টপ সার্ভিসের মতোই একই ছাদের নিচে সকল প্রকার কর সেবা পাওয়া যাবে। উল্লেখ, ইটিআই রেজিস্ট্রেশন করার জন্য আয়কর দাতাকে জাতীয় পরিচয় পত্র জমা দিতে হয়। রিটার্ন ফরম পূরণের জন্য পুরাতন করদাতাদের পূর্ববর্তী বছরের রিটার্নের ছায়াকপি ও সংশ্লিষ্ট আয়বর্ষের আনুসাঙ্গিক প্রমাণাদি সঙ্গে আনতে হবে। এ বিষয়ে চট্টগ্রামের আয়কর মেলায় চট্টগ্রাম কর অঞ্চলের কর কমিশনার মোঃ মোতাহের হোসাইন মেলা প্রাঙ্গণে জনকণ্ঠকে জানান, জনবল সঙ্কটের কারণে আয়কর পরিশোধের প্রত্যয়ন সনদ মেলা প্রাঙ্গণে দেয়া সম্ভব নয়। এ প্রত্যয়ন পত্র সুনির্দিষ্টভাবে কর অঞ্চলের সঙ্গে যোগাযোগ করে সরাসরি নিতে হবে। কোন ধরনের ই-মেল বা অনলাইনে এ ধরনের সনদ দেয়া যাবে না।
×