ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্বাভাবিকভাবে দর বাড়ছে সোনালি আঁশের

প্রকাশিত: ০৪:২৪, ১৫ নভেম্বর ২০১৮

অস্বাভাবিকভাবে দর বাড়ছে সোনালি আঁশের

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই বলে জানিয়েছে সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য দিয়েছে কোম্পানিটি। হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ১৭ থেকে মার্চ ১৮) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৯ পয়সা। এদিকে, তৃতীয় (জানুয়ারি-মার্চ) প্রান্তিকে ইপিএস হয়েছে ৬২ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫৩ পয়সা ৩১ মার্চ ২০১৮ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২২৬ টাকা ৫৬ পয়সায়।
×