ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোর বক্সারের মৃত্যু

প্রকাশিত: ০৪:২২, ১৫ নভেম্বর ২০১৮

কিশোর বক্সারের মৃত্যু

থাইল্যান্ডে একটি চ্যারিটি বক্সিং ম্যাচ খেলার সময় ১৩ বছর বয়সী এক কিশোর বক্সার মারা গেছে। এতে দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিশুদের জন্য মুয়াই থাই মার্শাল আর্ট খেলা নিষিদ্ধ করার জোর দাবি উঠেছে।দেশটিতে থাই বক্সিং ব্যাপক জনপ্রিয়। জনপ্রিয়তা ও ভাগ্য অন্বেষণে অনেক মুষ্টিযোদ্ধা অল্প বয়সেই বক্সিং ম্যাচ খেলা শুরু করে -এএফপি আরও এ্যাকাউন্ট বন্ধ ফেসবুক মঙ্গলবার জানিয়েছে, তারা মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব ফেলার অভিযোগে অনেক এ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। যাদের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। সাইবার নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লাইচ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক আপডেটে বলেছেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আমরা কিছু অতিরিক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম এ্যাকাউন্ট শনাক্ত করেছি এবং সেগুলো মুছে ফেলেছি -এএফপি
×