ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সহকারী নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্তের অনুরোধ মেলানিয়ার

প্রকাশিত: ০৪:২১, ১৫ নভেম্বর ২০১৮

সহকারী নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্তের অনুরোধ মেলানিয়ার

মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার প্রকাশ্যে সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেলকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে প্রেসিডেন্টের স্ত্রীর এটা এক বিরল সমালোচনা। খবর এএফপির। গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিপরিষদের সম্ভাব্য ঝাঁকানির বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে এ তিরস্কারটি করা হলো। ফার্স্টলেডির মুখপাত্রের এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ কথা বলা হয়। মুখপাত্র স্টেফানি গ্রিমাম বিবৃতিতে বলেন, ফার্স্টলেডির অফিসের অবস্থান থেকে বলা হয় যে, তিনি (মিরা রিকার্ডেল) হোয়াইট হাউসে চাকরি করার আর মর্যাদা রাখেন না। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, রিকার্ডেলকে বরখাস্ত করা হয়েছে এবং হোয়াইট হাউসে তিনি আর নেই। কিন্তু প্রশাসনের এক কর্মকর্তা সাংবাদিকদের কাছে তা অস্বীকার করেন। জার্নাল বেনামী সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, গত মাসে ফার্স্টলেডির দক্ষিণ আফ্রিকা সফরের সময় তার স্টাফের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন রিকার্ডেল এবং মনে করা হচ্ছে, মেলানিয়া ট্রাম্পের বিষয়ে কিছু নেতিবাচক গল্পের উৎস হচ্ছেন রিকার্ডেল। গত মাসের মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদের দ্বিতীয়াংশের জন্য তার প্রস্তুতি হিসেবে প্রশাসনে কিছু পরিবর্তন আনবেন বলে প্রত্যাশা করা হয়। স্টাফের সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে মঙ্গলবার জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বিশেষ কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি সাংবাদিকদের কেবল বলেন, এ বিষয়ে আমরা কথা বলব। যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের মাত্র এক সপ্তাহ পর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ভবিষ্যত নিয়ে সন্দেহ দেখা দেয়ায় ফের অস্থিরতার কবলে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। মঙ্গলবার রিপাবলিকান এই প্রশাসনের অন্দও মহলের পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত কয়েকটি সূত্র এ কথা জানিয়েছে।
×