ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন লেবাননীর খবর দিতে পারলে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

হিজবুল্লাহ নেতার ছেলে সন্ত্রাসী তালিকাভুক্ত

প্রকাশিত: ০৪:২০, ১৫ নভেম্বর ২০১৮

 হিজবুল্লাহ নেতার ছেলে সন্ত্রাসী তালিকাভুক্ত

যুক্তরাষ্ট্র মঙ্গলবার হিজবুল্লাহ নেতার ছেলেকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করেছে। এর ফলে তিনি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসবেন। যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইরানঘনিষ্ঠ লেবাননের তিন ব্যক্তির খবর দিতে পারলে পুরস্কারের কথাও ঘোষণা করেছে। এএফপি। ইরান যেন আঞ্চলিক উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। ইরানের দুর্বল অর্থনীতি টার্গেট করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের এক সপ্তাহ পর লেবাননের প্রভাবশালী শিয়া গ্রুপটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল। হিজবুল্লাহ অবশ্য আগে থেকে ওয়াশিংটনের তালিকাভুক্ত একটি সন্ত্রাসী গ্রুপ। গ্রুপটি লেবাননের রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী। এর নেতা হাসান নাসরুল্লাহর ছেলে জাওয়াদ নাসরুল্লাহ এবার কালো তালিকাভুক্ত হলেন। কাউন্টার টেররিজম বিষয়ক পররাষ্ট্র দফতর জাওয়াদকে ‘গ্লোবাল টেররিস্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে। এর ফলে তার যুক্তরাষ্ট্রভিত্তিক বিষয়সম্পত্তি ওয়াশিংটন জব্দ করতে পারবে। এছাড়া তার সঙ্গে যে কারও লেনদেন নিষিদ্ধ করতে পারবে ওয়াশিংটন। মার্কিন সমম্বয়কারী নাথান সেলস বলেছেন, হিজবুল্লাহর ধ্বংসাত্মক কর্মকা- লেবাননের জনগণের জন্য বিপজ্জনক। তিনি অভিযোগ করে বলেন, হিজবুল্লাহ গৃহযুদ্ধ শেষ হওয়ার পর অস্ত্র সমর্পণ করেনি। উল্লেখ্য, ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত লেবাননে গৃহযুদ্ধ চলে। সেলস বলেন, হিজবুল্লাহ জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা কেবল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাই নয়; তাদের কর্মকা-ের ফলে পুরো লেবানন অস্থিতিশীল হয়ে পড়তে পারে। সেলস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একটি পোস্টার উঁচু করে ধরেন যেখানে লেবাননের তিন ব্যক্তির অবস্থান সম্পর্কে খবর দিতে পারলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেয়ার কথা বলা হয়েছে।
×