ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ আসছে ১০ ক্যারিবীয় ক্রিকেটার

প্রকাশিত: ০৭:০২, ১৪ নভেম্বর ২০১৮

আজ আসছে ১০ ক্যারিবীয় ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে চলমান মিরপুর টেস্টের এখনও তিন দিন বাকি। এর মাধ্যমেই শেষ হয়ে যাবে সিরিজটি। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচের সিরিজ। এজন্য তিন ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। ভারতে সিরিজ খেলা ক্রিকেটারদের মধ্যে ১০ জন আজ বিকেলে বাংলাদেশের মাটিতে পা রাখবে। এরপর বৃহস্পতিবার সকালে ৬ জন ও বিকেলে দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন ক্যারিবীয় দ্বীপ থেকে। ঢাকা পৌঁছেই প্রথম টেস্টে অংশ নিতে টিম চলে যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানে আগামী ১৮ ও ১৯ নবেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে অংশ নেবে দুই দিনের প্রস্তুতি ম্যাচে। এরপর ২২-২৬ নবেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৩০ নবেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। ৬ ডিসেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে একদিনের প্রস্তুতি ম্যাচ শেষে ৯ ও ১১ ডিসেম্বর মিরপুরে প্রথম দুই ওয়ানডে। ১৪ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেই ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম টি২০ খেলে ২০ ও ২২ ডিসেম্বর মিরপুরে দুই টি২০ ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ।
×