ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পগবার কোন আফসোস নেই

প্রকাশিত: ০৬:৫০, ১৪ নভেম্বর ২০১৮

পগবার কোন আফসোস নেই

স্পোর্টস রিপোর্টার ॥ অর্ধযুগ আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন পল পগবা। ইতালিয়ান সিরি’এ লীগের অন্যতম সেরা ক্লাবের সেই অভিযান শেষে ২০১৬ সালে আবারও ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ফরাসী ফুটবলের এই তারকা। সেই সময়ে বিশ্ব ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে জুভেন্টাস থেকে পগবাকে দলে ভিড়িয়েছিল রেড ডেভিলরা। ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সেবার তাকে ওল্ডট্র্যাফোর্ডে ফিরিয়ে আনে ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাবটি। এরপর পগবাকে নিয়ে শুনা যায় অনেক গুঞ্জন। যার মধ্যে ম্যানইউর কোচ জোশে মরিনহোর সঙ্গে তার দ্বন্দ্বটা ব্যাপকভাবে আলোচনায় উঠে আসে। যে কারণে ফরাসী তারকা ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন কোথাও ঠিকানা গড়তে পারেন বলেও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে। কেউ কেউ মনে করেন জুভেন্টাস ছাড়াটাই ভুল ছিল পল পগবার। তবে ফরাসী মিডফিল্ডারের এ নিয়ে কোন অনুশোচনা নেই। এ প্রসঙ্গে পল পগবা বলেন, ‘আমাকে কী কখনও দুঃখিত দেখেছেন? এই জার্সি (ম্যানচেস্টার ইউনাইটেডের) পড়ে আমি অবশ্যই সুখী। ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসতে পেরে আমি সত্যিই খুব খুশি। সবকিছুর উর্ধে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার মূল কারণ ছিল আমার পছন্দ। সেই সময়ে জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লীগ খেলছিল। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল ইউরোপা লীগে।’ ফ্রান্সের জার্সিতে ৬৪ ম্যাচে প্রতিনিধিত্ব করা পগবা এ সময় আরও বলেন, ‘আমি জানতাম গত কয়েক বছরে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষে উঠতে পারেনি। আমি মূলত তাদের শীর্ষে ফেরানোর জন্যই ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসি।’ সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ কোচ জোশে মরিনহোর সঙ্গে পল পগবার দ্বন্দ্বটা ছিল চরমে। তাদের মধ্যে মতানৈক্য এতটাই বেশি ছিল যে, ফরাসী তারকার কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্বের ভারটাও কেড়ে নিয়েছিলেন স্পেশাল ওয়ান। তবে পল পগবার সাফ জবাব, এসবে তার পারফর্মেন্সে কোন প্রভাব পড়েনি। এ প্রসঙ্গে পগবা বলেন, ‘এটা আমার ওপর মোটেও কোন ধরনের প্রভাব ফেলতে পারেনি। আমি এখনও দিব্যি খেলে যাচ্ছি, সত্যিই এখানে খেলে আমি খুব আনন্দিত। তবে কোচ এমন একজন ব্যক্তি যে নির্ধারণ করে দিবে কে অধিনায়ক হবে। তাই সে যদি আর্মব্যান্ড কেড়ে নেয় তাহলে এটা মোটেও আমার কোন কিছুর পরিবর্তন করবে না। আমি শুধু খেলতে চাই। পারফর্ম করে দলকে আমার সেরাটা ঢেলে দিতে চাই। সমর্থক এবং ক্লাবকে সেরাটা দেয়াই আমার কাজ। অধিনায়কত্বের বিষয়টি সত্যিই আমাকে ছুঁতে পারেনি এমনকি কোন ধরনের প্রভাবও ফেলতে পারেনি।’ এই মুহুূর্তে মরিনহোর সঙ্গে পগবার সম্পকর্টা কেমন? এ বিষয়েও পগবা জানালেন, ‘তিনি কোচ আর আমি খেলোয়াড়। তিনি আমাকে যা করতে বলেন সেটাই আমি করি। তিনি যা করতে বলেন আমি সেটাই আনন্দের সঙ্গে করি। আমি বলব এখন সবকিছুই ভাল। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম মৌসুমে আমরা তিনটি শিরোপা জিতেছিলাম। দ্বিতীয় মৌসুমে আমরা কোন কিছুই জিততে পারিনি, প্রিমিয়ার লীগে দ্বিতীয় হয়েছিলাম। সেই সঙ্গে এফএ কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি এটাকে আমার এবং দলের জন্য ভাল দিক বলব। যদিওবা আমরা সবসময়ই আরও ভাল কিছু প্রত্যাশা করি তারপরও আমি বলব, আমরা সেই পথেই আছি।’
×