ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় রংপুরে শিক্ষিকা নিহত

প্রকাশিত: ০৬:৪০, ১৪ নভেম্বর ২০১৮

সড়ক দুর্ঘটনায় রংপুরে শিক্ষিকা নিহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৩ নবেম্বর ॥ রংপুরে সড়ক দুর্ঘটনায় শাহীনুর বেগম (৪৫) নামের এক প্রধান শিক্ষিকা মারা গেছেন। সোমবার রাতে নগরীর মডার্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত শাহীনুর লস্করপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান রোকন জানান, সোমবার রাতে মিঠাপুকুর উপজেলা থেকে শাহীনুর বেগম ও তার স্বামী সুলতান (৫০) মোটরসাইকেলযোগে নগরীর ধাপের দিকে যাচ্ছিলেন। পথে মডার্ন এলাকায় রাস্তায় একটি কুকুর সামনে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে শাহীনুর গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নওগাঁয় চালক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মঙ্গলবার সকালে মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এদিন ভোর পৌনে ৫টার দিকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাদেবপুর-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শ্যামপুর মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হানিফ পরিবহনের চালক উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র মোঃ গোলাম মোস্তফাকে (৪০) রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় সে মারা যায়। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে।
×