ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যান্সার চিকিৎসায় চমেকে ৯০ টাকায় রেডিও থেরাপি

প্রকাশিত: ০৬:৪০, ১৪ নভেম্বর ২০১৮

ক্যান্সার চিকিৎসায় চমেকে ৯০ টাকায় রেডিও থেরাপি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ক্যান্সারের চিকিৎসায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চালু হয়েছে অত্যাধুনিক রেডিও থেরাপি (কোবাল্ট-৬০)। ক্যান্সার রোগীরা এখান থেকে রেডিও থেরাপি নিতে পারবেন মাত্র ৯০ টাকায়। মঙ্গলবার এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক মেয়র বলেন, চমেক হাসপাতালে এ সেবা চালু হওয়ায় চট্টগ্রাম ছাড়াও নোয়াখালী থেকে টেকনাফ পর্যন্ত এলাকার মানুষ কম খরচে ক্যান্সার চিকিৎসায় সেবা পাবেন। স্থাপিত কোবাল্ট-৬০ মেশিনটি বৃহত্তর চট্টগ্রামের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এখন থেকে রেডিও থেরাপির জন্য এ এলাকার মানুষকে চট্টগ্রামের বাইরে যেতে হবে না। সরকারী হাসপাতালে মানসম্পন্ন সেবা পাওয়া যাবে স্বল্পমূল্যে। বক্তব্যে তিনি হাসপাতালের পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে সবকটি টয়লেট সংস্কার করে দেয়ার আশ্বাস দেন। চমেকে রেডিও থেরাপি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মোহসেন উদ্দিন আহমেদ, চমেকের উপাধ্যক্ষ প্রদীপ কুমার, বিএমএ চট্টগ্রাম সভাপতি ডাঃ মোঃ মুজিবুল হক, সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, রেডিও থেরাপি সার্জন আলী আজগর প্রমুখ।
×