ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে দ্বিতীয় তালিকা দিল বিএনপি

প্রকাশিত: ০৬:৩৪, ১৪ নভেম্বর ২০১৮

প্রধানমন্ত্রীর কাছে দ্বিতীয় তালিকা দিল বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজনৈতিক মামলার প্রথম তালিকা দেয়ার ছয়দিন পর মঙ্গলবার দ্বিতীয় তালিকা দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ১ হাজার দুটি মামলার একটি তালিকা প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এর আগে ৭ নবেম্বর ১ হাজার ৪৬ জনের একটি তালিকা প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছিল। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম দফা সংলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছিলেন, বিএনপি নেতাকর্মীদের নামে গণহারে রাজনৈতিক মামলা করা হচ্ছে। তা বন্ধ করা না হলে বিএনপির পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব নয়। এ সময় প্রধানমন্ত্রী মামলার তালিকা দিলে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে ৭ নবেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপের দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে ১ হাজার ৪৬ জনের একটি তালিকা প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে দিয়েছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। পরে সংলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর কাছেও তালিকার একটি কপি পৌঁছে দেন। আর মঙ্গলবার ১ হাজার ২ জনের দ্বিতীয় তালিকাটিও তাইফুল ইসলাম টিপু প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে দেন। এদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো রাজনৈতিক মামলার কপি পাওয়া যাবে কি না জানতে চাইলে বিএনপি কার্যালয় থেকে বলা হয় এখন দেয়া যাবে না, পরবর্তীতে দেয়া হবে।
×