ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কান টানতে ভালবাসেন মোদি

প্রকাশিত: ০৬:১৩, ১৪ নভেম্বর ২০১৮

কান টানতে ভালবাসেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সেপ্টেম্বরে নিজের জন্মদিন পালন করেছেন নিজের লোকসভা কেন্দ্র বারানসিতে। সেখানে গিয়ে কচিকাঁচাদের সঙ্গে অনেকটা সময় কাটান। স্কুল পড়ুয়াদের সঙ্গে জন্মদিনে মজা করার মাঝেই একটি ছবি তোলেন তিনি। চেয়ারে বসা প্রধানমন্ত্রীর কোলের কাছে দুই শিশু। একটি ছেলে, একটি মেয়ে। পোশাক দেখেই স্পষ্ট খুব ধনী পরিবারের সন্তান নয় ওরা। ছেলেটির কান টানছেন প্রধানমন্ত্রী। খুব জোরে নয়। কারণ ছেলেটির মুখে হাসি। মোদির মুখেও হাসি, মেয়েটির মুখেও হাসি। সব মিলিয়ে একটা মজার মুহূর্ত। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন প্রধানমন্ত্রী। আর তার পরই উঠে মন্তব্যের ঝড়। তার ভক্তরা স্বাভাবিকভাবেই এই ছবির মধ্যে ‘শিশুদের প্রতি’ মোদির ভালবাসা দেখেছেন। অন্যদিকে অনেকেই এটাকে ‘লোক দেখানো’ বলে আক্রমণ করেছেন। মোদি ছবির সঙ্গে লিখেছিলেন ‘আমি ও আমার ছোট্ট বন্ধুরা।’ এই ছবির ভিউয়ার এবং লাইকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ে। সেই সঙ্গে স্বপক্ষে-বিপক্ষে মন্তব্যের ভিড়। তবে এটা নতুন নয়। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের আলিঙ্গন করার মতো ছোটদের কান টেনে আদর করাও সম্ভবত নরেন্দ্র মোদির অন্যতম প্রিয় শখ। এর আগে এমনই দুটি ছবি নিয়ে আলোচনা হয়। গত ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তখন মোদি ২০১৫ সালে তার কানাডা সফরের সময় তোলা একটি ছবি টুইট করেন। তাতে দেখা যায়, দুই প্রধানমন্ত্রীর মাঝে দাঁড়িয়ে জাস্টিন ট্রুডোর নয় বছরের মেয়ে এলা-গ্রেস মার্গারেট। আর সেই মেয়ের দুই কান টেনে খুনসুটি করছেন ভারতের প্রধানমন্ত্রী। এমনই এক তারকার ছেলেরও কান টেনেছিলেন মোদি। ২০১৬ সালে অভিনেতা অক্ষয় কুমারের ছেলে আরভের কান টেনেছিলেন মোদি। বিশাখাপত্তম বিমানবন্দরে ওই ঘটনায় বাবা অক্ষয় ও মা টুইঙ্কল খান্না ছেলে আরভের সঙ্গে ছিলেন। তবে দুই শিশুকে নিয়ে তোলা ছবি নিয়ে এবার কমই ঝামেলা পোহাতে হয়েছে মোদিকে। যদিও তাকে এবার অনেক অস্বস্তিকর মন্তব্য হজম করতে হয়েছে।- এবেলা
×