ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী হবেন বি চৌধুরী

প্রকাশিত: ০৬:১২, ১৪ নভেম্বর ২০১৮

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী হবেন বি চৌধুরী

বিডিনিউজ ॥ নিজের আসনটি ছেলেকে ছেড়ে দিয়ে মুন্সীগঞ্জ-৩ এ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ১৯৭৮ সালে বিএনপি গঠনের পর অষ্টম জাতীয় সংসদ পর্যন্ত মুন্সীগঞ্জ-১ আসন (সিরাজদিখান ও শ্রীনগর) আসনেই প্রার্থী হন বি চৌধুরী। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর আর ভোটে দাঁড়াননি তিনি। দশম সংসদ নির্বাচন বিকল্পধারা বর্জনের পর এবার জোটের নানা সমীকরণে গুরুত্ব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বি চৌধুরী। মঙ্গলবার বিকেলে ঢাকার বাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধনের সময় বি চৌধুরী জানান, তিনি এবার মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসন থেকে নির্বাচন করবেন। বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও বি চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তিনি মুন্সীগঞ্জ-১ থেকে নির্বাচন করবেন। বি চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি, নির্বাচনে যাব। তবে সে নির্বাচনে যেতে আমাদের ময়দান সমতল করতে হবে। উঁচু নিচু ঢালে খেলা হয় না। এতদিন ক্ষমতা সরকারের হাতে পুঞ্জিভূত ছিল। এখন নির্বাচনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। আমরা তাদের কাছে বলছি।’ বিকল্পধারার ফরম বিতরণ চলবে ২২ নবেম্বর পর্যন্ত। এর সমন্বয়কের দায়িত্বে থাকা মিলন জানান, যুক্তফ্রন্ট ও বিকল্পধারার ফরমের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। ফরম জমা দেয়ার সময় ২০ হাজার টাকা দিতে হবে। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে ২৩ ও ২৪ নবেম্বর। মহাজোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি এখনও ॥ আওয়ামী লীগের সঙ্গে আলোচনা চললেও মহাজোটে যাওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন বিকল্পধারার নেতা মাহি বি চৌধুরী। মঙ্গলবার দুপুরে ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের বিষয়ে মাহি বলেন, ‘চায়ের আমন্ত্রণ’ রক্ষায় সেখানে গিয়েছিলেন তিনি। তবে এই বৈঠকের মধ্য দিয়ে ১৪ দলের সঙ্গে যুক্তফ্রন্টের আলোচনার ‘আনুষ্ঠানিক সূত্রপাত’ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মাহি বলেন, ‘আমরা বলছি, আমরা স্বতন্ত্র ধারার রাজনীতি করব। নির্বাচনী সমঝোতা না হলেও আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে মহাজোটকে সহযোগিতা করব।’ তিনি জানান, আগামী ১৭ নবেম্বর ১৪ দলের সঙ্গে আরেকটি বৈঠকে বসবে যুক্তফ্রন্ট।
×