ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওষুধ আইন ২০১৮ প্রণয়ন

ভেজাল ওষুধ তৈরি করলে যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০৬:০৭, ১৪ নভেম্বর ২০১৮

ভেজাল ওষুধ তৈরি করলে যাবজ্জীবন কারাদণ্ড

তপন বিশ্বাস ॥ যাবজ্জীবন কারাদ-ের বিধান রেখে দেশে ওষুধ আইন ২০১৮ প্রণয়ন করছে সরকার। এতে চিকিৎসকরা ব্যবস্থাপত্রে অনিবন্ধিত কোন কোন কোম্পানির ওষুধ লিখতে পারবেন না। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিরেকে এ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধসহ বিভিন্ন ওষুধ বিক্রয়ের ওপর বিধিনিষেধ আরোপ থাকছে। স্বাস্থ্যসেবা বিভাগ আইনটি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ের ভ্যাটিংয়ের জন্য পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, চূড়ান্ত খসড়ায় বলা আছে, চিকিৎসকরা ব্যবস্থাপত্রে অনিবন্ধিত কোন কোন কোম্পানির ওষুধ লিখতে পারবেন না। ‘ওভার দ্য কাউন্টার (ওটিসি)’ ওষুধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিরেকে এ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধসহ বিভিন্ন ওষুধ বিক্রি করা যাবে না। এমনকি ব্যবস্থাপত্র ছাড়া খুচরা কোন ওষুধও বিক্রি করা যাবে না। যিনি এই বিধান উপেক্ষা করবেন তার সর্বোচ্চ ২০ হাজার টাকা অর্থদ- করা হবে। এছাড়া যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভেজাল ওষুধ তৈরি করেন তার যাবজ্জীবন কারাদ- অথবা ১৪ বছর সশ্রম কারাদ- এবং ২০ লাখ টাকা অর্থদ-ে দ-িত হবেন। শাস্তির এই বিধান তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে যিনি ভেজাল ওষুধের মজুদ ও বিক্রি করবেন। সরকার ওষুধ খুচরা মূল্য নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে। ওই মূল্য তালিকা ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সরকার তালিকাভুক্ত আমদানিকৃত ওষুধের মূল্য নির্ধারণ করবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের রেজিস্টারে নিবন্ধিত কোন ফার্মাসিস্টের তত্ত্বাবধান ছাড়া এ্যালোপ্যাথিক ওষুধ খুচরা বিক্রি করা যাবে না।
×