ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাম গণতান্ত্রিক জোটও নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিল

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ নভেম্বর ২০১৮

বাম গণতান্ত্রিক জোটও নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিল

স্টাফ রিপোর্টার ॥ বিশ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের পর এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে আট দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা নাটকীয়তা শেষে মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাম জোটের নেতারা। তবে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপির সুরেই কথা বলেছে জোট নেতারা। তারাও বলছেন, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, অর্থবহ, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে অনুষ্ঠিত সংলাপের শেষে প্রধানমন্ত্রীর মতামত জানানোর পর সংলাপের পরিসমাপ্তি ঘটবে ও নির্বাচনের তারিখ ঘোষিত হবে বলে আশা করেছিলাম। এটি না করে, সংবাদ সম্মেলন স্থগিত ও দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা পুরো সংলাপ প্রক্রিয়াকে বিনষ্ট করা হয়েছে। অন্য দাবি-দাওয়া গৌণ হয়ে রাজনীতি এখন তফসিলকেন্দ্রিক হয়ে পড়েছে। আমরা বারবার বলেছি সরকারের অগণতান্ত্রিক ও রাজনৈতিক কূটকৌশল দেশের গণতন্ত্র বিকাশের জন্য মঙ্গলজনক নয়। আমরা যে যুক্তিসঙ্গত দাবি উত্থাপন করেছি তা কার্যকর করা ছাড়া অবাধ-গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়।
×