ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৩০ ফুটবলার পেলেন ইয়েস কার্ড

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ নভেম্বর ২০১৮

৩০ ফুটবলার পেলেন ইয়েস কার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) উদ্যোগে প্রস্তাবিত শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবলের জন্য চট্টগ্রাম বিভাগের আবাসিক ক্যাম্পের ৩০ ফুটবলারের হাতে গতকাল সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স রুমে ইয়েস কার্ড তুলে দিয়েছেন বিডিডিএফএ সভাপতি ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দীন। সাইফ পাওয়ার ব্যাটারির পৃষ্ঠপোষকতায় চলমান ৪৫ দিনের আবাসিক ক্যাম্পে এসব প্রতিভাবান খেলোয়াড় প্রশিক্ষণ নেবে। বাছাইকৃত খেলোয়াড়দের কঠোর অনুশীলনের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানান নাছিরউদ্দীন। ‘তোমাদের মাঝে লুকিয়ে আছে ফুটবলের নতুন সম্ভাবনা, সেরা নৈপুণ্যের মাধ্যমে চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করার জন্য নিজেদের প্রস্তুত করো, আর এটি করতে পারলে তোমরা নিজেরাই নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে’ বলেন নাছিরউদ্দীন। পরে নাছিরউদ্দীন উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়দের মাঝে ইয়েস কার্ড তুলে দেন। চট্টগ্রামের ১১ জেলা থেকে প্রায় ১০০ জন খেলোয়াড়ের মাঝ থেকে ১১ সদস্যের একটি নির্বাচক প্যানেল এই ৩০ খেলোয়াড়কে বাছাই করেছেন। বাছাইকৃত ফুটবলাররা হলেন ॥ গোলরক্ষক- সিয়াম বকাউল (চাঁদপুর), আবদুল্লাহ আল নোমান (ফেনী), মোঃ জহিরউদ্দিন (কক্সবাজার), শওকত হোসেন (চট্টগ্রাম)। ডিফেন্ডার-নিক্সন চাকমা (রাঙ্গামাটি), রাফাতুল আলম (ব্রাহ্মণবাড়িয়া), ইউনুস নবী মিশুক নোয়াখালী), আতিকুর রহমান (কুমিল্লা), মোঃ শান্ত (ব্রাহ্মণবাড়িয়া), ইমরান হোসেন (লক্ষ্মীপুর), তানভির আয়াজ (ব্রাহ্মণবাড়িয়া), রাকিবুল হোসেন, বিনোদ চাকমা (রাঙ্গামাটি)। মিডফিল্ডার-দিদারুল ইসলাম (চট্টগ্রাম), মোঃ ইবরাহিম (কুমিল্লা), আবুল হাসনাত শাওন (কুমিল্লা), জামাল হোসেন (চট্টগ্রাম), সমরজয় চাকমা (রাঙ্গামাটি), মোঃ সাকিব (খাগড়াছড়ি), তামিম হাসান অনীক (ফেনী), শফিউল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া), ফখরুল ইসলাম (চট্টগ্রাম)। ফরোয়ার্ড-আবিদ হাসান (ফেনী), মোঃ রাজিব (কক্সবাজার), টেনিস রোয়াজান (খাগড়াছড়ি), তারিকুল ইসলাম আনন্দ (চট্টগ্রাম), জুবায়ের হোসেন (কুমিল্লা), মঞ্জুরুল ইসলাম পারভেজ (চট্টগ্রাম), মোঃ শাকিল (খাগড়াছড়ি), আশিকুুর রহমান (খাগড়াছড়ি)।
×