ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় মস্তক বিহীন ৮ টুকরা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:১৭, ১৩ নভেম্বর ২০১৮

আশুলিয়ায় মস্তক বিহীন ৮ টুকরা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ নবেম্বর ॥ আশুলিয়ায় মস্তকবিহীন ৮ টুকরা অজ্ঞাত একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা- হত্যার পর টুকরাগুলো কয়েক দিন ফ্রিজে রাখা হয়েছিল। আশুলিয়া থানার এস আই মোঃ মুরাদ আলী শেখ জানান, এদিন সকালে পথচারীরা পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েক টুকরা মানবদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই স্থানে গিয়ে টুকরাগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে মাথার সন্ধান না পাওয়ায় নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়। পরে হত্যাকারীরা সুযোগ বুঝে মৃতদেহের টুকরাগুলো ওই স্থানে ফেলে রেখে গেছে। দুই তরুণী খুন ॥ অপরদিকে, এদিন আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় যৌতুকের টাকা না পেয়ে শ্যামলী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে শ^াসরোধ করে তার স্বামী সিরাজুল ইসলাম হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, আশুলিয়ার গুমাইল বাংলাবাজার এলাকায় ফুলমতি নামের এক তরুণীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ এদিকে আশুলিয়ায় ধামরাই থানা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন নামের ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সে যশোর জেলার কোতোয়ালি থানার মহেন্দপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। সোমবার ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকায় ধামরাই থানা পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে শামীম মানুষকে ভয়-ভীতি দেখিয়ে টাকা-পয়সা ডাকাতি করে নিয়ে যেত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।
×