ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চকবাজারে কারখানায় একজন নিহত

প্রকাশিত: ০৬:১৭, ১৩ নভেম্বর ২০১৮

চকবাজারে কারখানায় একজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চকবাজারে উর্দু রোডে একটি প্লাস্টিক কারখানায় তুচ্ছ ঘটনার জের ধরে দুই কর্মচারীর মধ্যে মারামারির ঘটনায় রুবেল (২৫) নামে এক কর্মচারী নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। নিহতের বাবার নাম মোঃ নূরুজ্জামান। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়। চকবাজার উর্দু রোডের লিটন প্লাস্টিক কারখানায় কাজ করেন। চকবাজার থানার ওসি শামীমুর রশিদ তালুকদার বলেন, কাজ নিয়ে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে আলম রুবেলকে আঘাত করে। আলম পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রুবেল ও লিটন নামে দুই যুবক উর্দু রোডের ওই প্লাস্টিক কারখানায় কাজ করতেন। সোমবার ভোর ৫টার দিকে দুজনের মধ্যে মারামারি লাগে। এক পর্যায়ে আলম রুবেলের মাথায় আঘাত করে। এতে রুবেল মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহতের সহকর্মী জামাল জানান, তারা ভোর ৫টার দিকে কারখানার মালিক লিটন তাকে ফোন দিয়ে জানান কর্মচারী আলম অপর কর্মচারী রুবেলের মাথায় আঘাত করেছেন। পরে তিনি কারখানায় গিয়ে রুবেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তুচ্ছ ঘটনায় বাকবিত-ার মধ্যে আলম রুবেলকে আঘাত করে।
×