ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এখনও সাদাকালো যুগে...

প্রকাশিত: ০৬:০৬, ১৩ নভেম্বর ২০১৮

এখনও সাদাকালো যুগে...

হাই ডেফিনিশন ও ৪কে টেলিভিশনের যুগে আমাদের অনেককে অনুষ্ঠান দেখতে উন্নততর পন্থা অবলম্বন করেন। তবে অনেকে আবার পুরনো দিনের সাধারণ টিভিতে অনুষ্ঠান দেখেন। সে হিসেবে দেখা গেছে, ব্রিটেনে সাত হাজারেরও বেশি বাড়ির লোকজন এখনও সাদাকালো টিভিতে অনুষ্ঠান দেখেন। তাদের মধ্যে মূলত পুরনো দিনের সাধারণ ফ্যাশন পছন্দ করেন। রঙ্গিন টিভির প্রচলন হয়েছে ৫০ বছরেরও বেশি সময় আগে। ১৯৬৭ সালের জুলাই মাসে বিবিসি টু চ্যানেল উইম্বলডন সরাসরি সম্প্রচার করেছে রঙ্গিন ট্রান্সমিশন ব্যবস্থার মাধ্যমে। সাত হাজারেরও বেশি লোক এখনও যারা সাদাকালো টিভি দেখেন তাদের সংখ্যা টিভি লাইসেন্স নেয়ার সংখ্যা প্রকাশ করার মাধ্যমে জানা গেছে। এতে দেখান হয়েছে যে, ব্রিটেনে সাত হাজার এক শ’ ৬১ বাড়িতে এখনও সাদাকালো টিভি রয়েছে। যার মধ্যে লন্ডনে সবচেয়ে বেশি লোক সাদাকালো টিভি দেখেন। সেখানে এক হাজার সাত শ’ ৬৮টি সাদাকালো টিভি লাইসেন্স করা হয়েছে। যার মধ্যে ওয়েস্ট মিডল্যান্ডের মাধ্যমে চার শ’ ৩১টি ও গ্রেটার ম্যানচেস্টারে তিন শ’ ৯০টি সাদাকালো টিভি লাইসেন্সধারীর বসবাস। টিভি লাইসেন্সিং মুখপাত্র জেসন হিল বলেন, ব্রিটেনের প্রায় অর্ধেক লোক তাদের টিভিতে ইন্টারনেট সংযোগ দিয়ে অনুষ্ঠান দেখেন। সবচেয়ে মজার ব্যাপার হলো সাত হাজারেরও বেশি লোক এখনও তাদের প্রিয় অনুষ্ঠান সাদাকালো টিভিতে দেখেন। -ডেইলি মেইল
×