ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভবিষ্যত জ্বালানি আবিষ্কার

প্রকাশিত: ০৬:০৬, ১৩ নভেম্বর ২০১৮

ভবিষ্যত জ্বালানি আবিষ্কার

ভবিষ্যতের কথা মাথায় রেখে সম্প্রতি পেট্রোল ও ডিজেলের বিকল্প জ্বালানি তৈরি করেছেন ভারতের যোধপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) গবেষকরা। সূর্যালোক ও পানি থেকে তৈরি হচ্ছে এই বিকল্প জ্বালানি শক্তি। আইআইটি যাকে বলছে ‘ফিউচার ফুয়েল।’ জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধিতে সাধারণ মধ্যবিত্তের যে হাঁসফাঁসানি অবস্থা হয়েছে, তা থেকে স্বস্তির সন্ধান দেবে এই ভবিষ্যতের জ্বালানি। শুধু দামে সস্তা বলে নয়, আইআইটি গবেষকরা দাবি করেছেন, তাদের তৈরি এই বিকল্প জ্বলানি ‘পরিবেশবান্ধব’ও। দূষণের বিরুদ্ধে আমাদের যে লড়াই শুরু হয়েছে, তার সহায়ক হবে। আইআইটি-যোধপুরের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা সাধারণ পানির হাইড্রোজেন ও অক্সিজেন অণুকে বিশেষ অনুঘটকের উপস্থিতিতে এই জ্বালানি তৈরি করছেন। যেখানে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়েছে ল্যানথানাইড। তারা জানান, গোটা পদ্ধতিটা ফটোসিন্থেসিস বা সালোকসংশ্লেষের বিপরীত প্রক্রিয়া। এই গবেষক দলের প্রধান প্রোফেসর রাকেশ কুমার শর্মা জানিয়েছেন, ভারত তেল আমদানি কম করতে চাইছে। এই আবিষ্কার সেই লক্ষ্যের দিকে এগিয়ে দেবে। একইসঙ্গে গ্লোবাল ওয়ার্মিং-এর কথা ভাবলে, ভবিষ্যতের এই জ্বালানির তুলনা নেই। -টাইমস অব ইন্ডিয়া
×