ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১২ নবেম্বর উপকূল দিবস ঘোষণার দাবি

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ নভেম্বর ২০১৮

১২ নবেম্বর উপকূল দিবস ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার ॥ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষের প্রাণহানির দিন ১২ নবেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছেন বিভিন্ন পেশার নাগরিকেরা। সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তারা এই দাবি জানান। এ সময়ে তারা বলেন, উপকূলের বৃহৎ অংশকে অনুন্নত রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। উপকূল বাংলাদেশসহ ১০টি বেসরকারী সামাজিক সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। প্রসঙ্গত, ১৯৭০ সালের ১২ নবেম্বর উপকূলজুড়ে ঘূর্ণিঝড় ভোলায় আঘাত হানলে ১০ লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।
×