ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই কোটা আন্দোলন’

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ নভেম্বর ২০১৮

‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই কোটা আন্দোলন’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই সম্প্রতি কোটা আন্দোলনটি হয়েছে। স্বাধীনতা বিরোধীরা চাকরি পেলে স্বাধীনতাকে নস্যাত করে দেবে। স্বাধীনতাকে রক্ষার জন্য মুক্তিযোদ্ধা প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কামনা উপলক্ষে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী এসব কথা বলেন। সরকারী চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আন্দোলনরত সংগঠন ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ এই দোয়া মাহফিলের আয়োজন করে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ মঞ্চের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, সদস্য সচিব আসিবুর রহমান খান, মনির হোসেন মোল্লা, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার আমীর হোসেন মোল্লা প্রমুখ।
×