ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনগণের ঐক্য নিয়ে এগিয়ে যেতে বলেছেন খালেদা

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ নভেম্বর ২০১৮

জনগণের ঐক্য নিয়ে এগিয়ে যেতে বলেছেন খালেদা

স্টাফ রিপোর্টার ॥ খালেদার সঙ্গে সাক্ষাত করেছেন বিএনপির ৫ নেতা। সোমবার বিকেলে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে তারা দলের চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাত করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা চান। এ সময় খালেদা জিয়া জাতীয় ঐক্যের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও অবাধ-সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনগণের ঐক্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বলে সাক্ষাত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান। সূত্রমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কৌশল এবং দল ও জোটের প্রার্থিতা নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছেন দলের ৫ নেতা। এ ছাড়া খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তার জন্য রাখা ৩টি আসনে কারা নির্বাচন করবেন এসব বিষয় নিয়েও কথা হয়েছে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন ও খালেদা জিয়া কারাগারে খুবই অসুস্থ হয়ে পড়েছেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু তাকে হাসপাতাল থেকে কারাগার নেয়া হয়েছে। এ সময় তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান। ফখরুল বলেন, অনেকদিন পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করার অনুমতি পেলাম। দেশে জনগণের জন্য যে ঐক্য করা হয়েছে, তা নিয়ে এগিয়ে যেতে তিনি আমাদের বলেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে তেমন আলোচনা হয়নি। কারণ, তিনি অসুস্থ। তার শারীরিক অবস্থা নিয়ে কথা হয়েছে। ম্যাডাম আমাদের জন্যও দোয়া করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে খালেদা জিয়াকে দেখতে যাওয়া দলের ৫ সদস্যের প্রতিনিধিদল সোমবার বিকেল পৌনে ৩টায় নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান। প্রায় ১ ঘণ্টা পর তারা সেখান থেকে বের হয়ে আসেন। প্রতিনিধিদলে অন্য নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস। এদিকে একাধিক মামলায় সাজা ও কারাবন্দী থাকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ করতে পারবেন কি না তা অনিশ্চিত হলেও তার জন্য ৩টি মনোনয়ন ফরম কেনা হয়েছে। সংসদীয় আসন ৩টি হচ্ছে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭। কারাগারে সাক্ষাতকালে বিএনপির ৫ নেতা এ বিষয়টি খালেদা জিয়াকে অবহিত করেছেন।
×