ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০৪:২৬, ১৩ নভেম্বর ২০১৮

সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কর্মসংস্থান সৃষ্টিতে ৩০ নারীকে সেলাই মেশিন প্রদান করেছে জেলা পরিষদ। সোমবার দুপুরে জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব মেশিন বিতরণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শিউলি বেগম, সাইদুর রহমান, শামীম হোসেন, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ। জেলা পরিষদের সূত্রমতে, গ্রামীণ নারীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় পঞ্চপুকুর, গোড়গ্রাম ও কচুকাটা ইউনিয়নের ৩০ নারীকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ নবেম্বর ॥ নওগাঁর সাপাহারে সোমবার বেলা সাড়ে ১১টায় ৩০৮২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে সার বীজ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ শামসুল আলম শাহ্ চৌধুরী।
×