ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভালুকায় শিশু ফারজানা হত্যার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৫, ১৩ নভেম্বর ২০১৮

ভালুকায় শিশু ফারজানা হত্যার আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১২ নবেম্বর ॥ ময়মনসিংহ ডিবি ও ভালুকা থানা পুলিশের যৌথ অভিযানে শিশু ফারজানা হত্যার রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত অন্যতম আসামি সফিকুলকে (৩০) গ্রেফতার করে। ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফারজানা হত্যাকা-ের সঙ্গে জড়িত একই গ্রামের মৃত আবদুল জব্বারের পুত্র সফিকুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে পূর্ব শত্রুতাবশত তাকে হত্যা করা হয়েছে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতেই ফারজানার গলায় পেঁচানো লুঙ্গির বাকি অংশ ধৃত আসামির বসতঘর হতে উদ্ধার করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় ইস্টার্ন ভার্সিটি জয়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ইস্টার্ন ইউনির্ভার্সিটির বিতর্ক দল। গত ১০ নবেম্বর রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় দলটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে। ইস্টার্ন ইউনির্ভার্সিটির বিতর্ক দলের সদস্যরা হলেন রাগিব মোস্তফা নাঈম, মুসাব্বির মাহমুদ সানি, সামসুল হুদা, সোইতি রায় চৌধুরী ও মৌরী মাহ্দী আলম। তারা ইস্টার্ন ইউনির্ভার্সিটির ডিবেট ক্লাবের সদস্য। প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন আয়োজক প্রতিষ্ঠান ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। -বিজ্ঞপ্তি।
×