ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে মাছ ধরার বাওয়া উৎসব

প্রকাশিত: ০৪:২৪, ১৩ নভেম্বর ২০১৮

টাঙ্গাইলে মাছ ধরার বাওয়া উৎসব

ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল ॥ গ্রাম বাংলার প্রাচীন চিরায়ত ঐতিহ্য মাছ ধরার বাওয়া উৎসব এখনও প্রচলিত রয়েছে। শীতের আগমনে আশ্বিনের শেষ থেকে কার্তিক মাস পর্যন্ত সাধারণত এ বাওয়া হয়ে থাকে। এ সময় চারদিকে নদী-নালা, খাল-বিল, ডোবা ও জলাশয়ে যখন পানি কমতে থাকে। তখন এ বাওয়া হয়ে থাকে। পানি কমার ফলে মাছ আর উজাতে ও নামতে পারে না। তখনই মাছ ধরার উত্তম সময়। এই সময়ে উত্তর টাঙ্গাইলে সাধারণত এ বাওয়া বেশি হয়। মাছ ধরা যাদের নেশা ও পেশা তারা হাটে-বাজারে গিয়ে ঢাক-ঢোল ও মাইকিং করে দিন তারিখ মতো হাজার-হাজার মানুষ একসঙ্গে একযুগে উৎসব মুখর পরিবেশে মাছ ধরে। যার যা আছে পলো, জাল, জালি, শিপজাল, কারেন্ট জাল, ফারাংগি জাল, চাক প্রভৃতি মাছ ধরার উপকরণ নিয়ে কোমরে গামছা বেঁধে নদী-নালা, খাল-বিলে নেমে পড়ে। এভাবে উৎসব মুখর পরিবেশে সবাই সারিবদ্ধভাবে একসঙ্গে একযোগে মাছ ধরাকে স্থানীয়ভাবে বাওয়া বলে থাকে।
×