ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় ৫ দিনব্যাপী কাত্যায়নী পূজা শুরু

প্রকাশিত: ০৪:২৪, ১৩ নভেম্বর ২০১৮

মাগুরায় ৫ দিনব্যাপী কাত্যায়নী পূজা শুরু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১২ নবেম্বর ॥ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাগুরার ৫ দিনব্যাপী কাত্যায়নী পূজা। আজ মহাষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে। সারাদেশের মধ্যে একমাত্র মাগুরা জেলাতে এ পূজা ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। এ বছর জেলায় ৭৬টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অন্যতম শহরের নতুন বাজার স্মৃতি সংঘ, জামরুলতলা, দড়ি মাগুরা বটতলা, নিজনান্দুয়ালী কালী বটতলা, বাটিকাডাংগা, সাতদোহা পাড়া, পারনান্দুয়ালী, বেনীপুর, আঠারখাদা, সোনইকন্ডি, জারিয়া, কালীনগর, আড়পাড়া প্রভৃতি। সুন্দর প্রতিমা, গেট-প্যান্ডেল দর্শনার্থীদের দৃষ্টি কাড়বে। শহর সেজেছে নতুন সাজে। কাত্যায়নী পূজা হিন্দু সম্প্রদায়ের হলেও সকল ধর্মের মানুষের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। সর্বত্র উৎসব আনন্দ চলছে। লাখো মানুষের সমাগম ঘটবে।
×