ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশে করদাতাদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৪:১৬, ১৩ নভেম্বর ২০১৮

সারাদেশে করদাতাদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বৃহত্তর চট্টগ্রামে সেরা করদাতার সম্মাননা পেয়েছে ৩৯ জন। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির এ করদাতাদের সোমবার দুপুরে সম্মাননা প্রদান করা হয়। নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপীল ও অব্যাহতি) রওশন আরা আক্তার, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রাম উইমেন চেম্বারের সিনিয়র সহসভাপতি আবিদা মোস্তফা। সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মোঃ মোতাহার হোসেন। মেয়র আ জ ম নাছির উদ্দিন দেশের উন্নয়নে কর প্রদানের ওপর গুরুত্বারোপ করে বলেন, নিয়মিত কর প্রদানের সংস্কৃতি সৃষ্টি করতে হবে। করমেলা আয়োজনের ফলে সাধারণ মানুষের মধ্যে ভীতি কেটে গিয়ে মানুষ এখন আগ্রহী হয়ে উঠছে। সেরা করদাতাদের সম্মাননা জানিয়ে কর বিভাগ তথা সরকার নিজেই সম্মানিত হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এবার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন আবদুল মোতালেব, এসএএম শাহজাহান, বৃহৎ করদাতা ইউনিটে সালাউদ্দিন কাশেম খান, মোঃ কামাল, আলী হোসেন আকবর আলী, সর্বোচ্চ নারী করদাতা মোমেন এবং ৪০ বয়সের নিচে তরুণদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরিতে মোঃ শাহাদাত হোসেন। সিটি কর্পোরেশনের বাইরে জেলায় দীর্ঘ সময় সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন বিশ্বেশ্বর গুপ্ত, সদরে আলা, সর্বোচ্চ বিভাগে অসিত কুমার সাহা, মোঃ দিদারুল আলম, মোঃ আবদুল মালেক, নারী বিভাগের রূপালী হক চৌধুরী এবং তরুণ বিভাগে আশিকুর রহমান লস্কর। কক্সবাজারে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন দীর্ঘ সময় করদাতা হিসেবে ওসমান গনি, হাফিজুল ইসলাম, সর্বোচ্চ করদাতা হিসেবে কামরুন নাহার, মোঃ আবু কায়সার, প্রকৌশলী মোঃ আলমগীর, নারী বিভাগে লায়লা বেগম এবং তরুণ বিভাগে আবদুল মাবুদ চৌধুরী। রাঙ্গামাটিতে সেরা করদাতা হয়েছেন দীর্ঘ সময় বিভাগে রবীন্দ্রলাল দে, মাদব নাগ, সর্বোচ্চ বিভাগে লোকমান হোসেন তালুকদার, আবুল মনসুর ওবায়দুল্লাহ, সুলতান কামরুদ্দিন, নারী বিভাগে চিত্রা চাকমা এবং তরুণ বিভাগে মোঃ আসাদুজ্জামান মহসিন। বান্দরবানে সর্বোচ্চ করদাতা হয়েছেন মোঃ নুরুল আবসার, অমল কান্তি দাশ, মাহবুবুর রহমান এবং নারী বিভাগে মে হ্লা প্রু। খাগড়াছড়িতে সেরা করদাতা হয়েছেন স্বপন দেবনাথ, মোঃ শামসুল আলম, ফরিদা আক্তার, স্বপন চন্দ্র দেবনাথ, শিব শংকর দেব, নুর নাহার বেগম এবং তরুণ বিভাগে মোঃ আবুল কালাম। সম্মাননা পেলেন রাজশাহী অঞ্চলের ৪২ করদাতা ॥ রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার জানান, চলতি ২০১৭-১৮ করবর্ষে আনুষ্ঠানিক সম্মাননা পেলেন রাজশাহী অঞ্চলের সেরা ৪২ করদাতা। সোমবার দুপুরে রাজশাহীর সরকারী কর্মচারী কল্যাণ বোর্ড মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী কর অঞ্চল। রাজশাহীর কর কমিশনার ড. খন্দকার মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এবার দীর্ঘ সময় ধরে আয়কর প্রদান, চলতি করবর্ষে সর্বোচ্চ আয়কর প্রদান, সর্বোচ্চ নারী ও তরুণ করদাতা ক্যাটাগরিতে রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা ও নওগাঁ জেলায় সাতজন করে সম্মাননা পেলেন মোট ৪২ জন। রাজশাহী নগরীর সুবিদ আলী ও আখতার হোসেন রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দীর্ঘ সময় ধরে করদাতার সম্মাননা পেলেন এবার। ২০১৭-২০১৮ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে সম্মাননা পেলেন নগরীর কেশবপুর এলাকার নাসিমুল গনি খান, সাগরপাড়া এলাকার ফারহানা হক চৌধুরী ও কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকার মাহফুজার রহমান। ২০১৭-২০১৮ করবর্ষে সবোচ্চ নারী করদাতার সম্মাননা পেলেন-রাজশাহীর তানোরের সাহিদা বেগম, চাঁপাইনবাবগঞ্জের শান্তিবাগ এলাকার ডাঃ সুলতানা ফরিদা জেসমিন, পাবনার শালগাড়িয়া এলাকার বুলা চৌধুরী, নাটোরের লালপুর উপজেলার গোপালপুর চ-িগাছার আরিফা সুলতানা এবং নওগাঁ সদরের চকরাম এলাকার মালেকা পারভীন। অন্যদিকে, রাজশাহী জেলায় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন, গোদাগাড়ীর রাজাবাড়ি বিয়ানাবোনা এলাকার মনিরুল ইসলাম, চারঘাটের মুক্তারপুরের কাজী মাহমুদুল হাসান এবং বাগামারার ভবানীগঞ্জের আবদুস সোবাহান। খুলনায় সম্মাননা পেলেন ৭৭ জন সেরা করদাতা ॥ খুলনা অফিস থেকে স্টাফ রিপোর্টার জানান, চারটি ক্যাটাগরিতে খুলনা সিটি কর্পোরেশনসহ খুলনা বিভাগের সেরা ৭৭ জন করদাতাকে সম্মাননা জানাল কর অঞ্চল-খুলনা। সোমবার দুপুরে নগরীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র বলেন, এক সময় বাংলাদেশের বাজেট ছিল পরনির্ভরশীল। কিন্তু বর্তমান বাজেটের ৯০ শতাংশ আসে নিজস্ব আয় থেকে। এ ক্ষেত্রে করদাতাদের অপরিসীম অবদান রয়েছে। সর্বোচ্চ, দীর্ঘমেয়াদী, সর্বোচ্চ মহিলা ও তরুণ এই চার ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত ৭৭ জন সেরা করদাতা হলেন খুলনা সিটি কর্পোরেশনের সফরুন্নেসা, এসএম আজিজুল আলম ও আব্দুল হামিদ সরদার, রেহানা বেগম ও প্রদীপ কুমার বিশ্বাস, আলেয়া বেগম ও কাজী সানোয়ার হোসেন। সিটি কর্পোরেশন ব্যতীত ফুলতলার শেখ ইবাদত হোসেন, বটিয়াঘাটার মোঃ জিয়াউল আহসান, একই উপজেলার মোঃ শামীম আহসান, ফুলতলার গাজী হাফিজুর রহমান, বটিয়াঘাটার শেখ ইসলাম হোসেন, ফুলতলার রাবেয়া খাতুন ও পাইকগাছার মোঃ ইসতিয়ার রহমান (শুভ)। সাতক্ষীরার মোঃ আশিকুর রহমান (আশিক), খন্দকার আলী হায়দার, মোঃ আবু হাসান, মোঃ সামছুর রহমান, মোঃ আবুল কাশেম, সেলিনা সুলতানা শিউলী ও মোঃ সাজিদুল ইসলাম। বাগেরহাটের মোঃ আনিসুর রহমান, মোঃ সোহেল কবীর, এখলাছুর রহমান, মোঃ নুরুজ্জামান ভূইয়া, হাফিজুর রহমান শেখ, লিপিকা রানী দাস ও মীর রহমত আলী। যশোরের আবু নাসের সরকার, দীপা রানী দত্ত, মোঃ আনছারী হোসেন সোহেল, মোঃ আব্দুল মান্নান, রহমান শামীম, জাহিদা আফরোজ লিন্ডা ও ওয়াসির ফরহাদ জামান। কুষ্টিয়ার মোঃ মজিবুর রহমান, মোঃ পারভেজ রহমান, সেলিনা বেগম, আহমেদ আলী এ্যাডভোকেট, মোঃ গোলাম মহিউদ্দিন, তানিয়া আফরোজ ও ইশতিয়াক আজাদ। মাগুরার মোঃ মকবুল হোসেন (মাকুল), মোঃ মেহেদী হাসান রাসেল, মোঃ শাহীনুর রহমান পিকুল, অভিজিত কুমার কুন্ডু, গোপাল চন্দ্র কর্মকার, সুপ্তি হক ও রবিউল। নড়াইলের মোঃ ওয়াহিদুজ্জামান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন খাঁন, সুবোধ কুমার রায়, এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, মিনতী রানী বোস ও মোঃ জাহিদুল ইসলাম। ঝিনাইদহের মোঃ মিজানুর রহামন লিটন, এম হারুন-অর রশিদ, নিখিল কুমার পাল, মোঃ আব্দুর রহিম, মোঃ আমিনুল বাশার, মিজ জন্নাতুল ফেরদৌস ও মোঃ আতিকুল হাসান মাসুম। চুয়াডাঙ্গার দিলীপ কুমার আগরওয়ালা, সবিতা আগরওয়ালা, মোঃ শহিদুল হক মোল্লা, মোঃ হাফিজুর রহমান, মোঃ আব্দুল কাদের প্রধান, মারুফা হক ও সৈয়দ ফরিদ আহমেদ এবং মেহেরপুর জেলার মোঃ অজয় সুরেকা, মোঃ আব্দুস সামাদ বিশ্বাস, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল আউয়াল শ্যাম সুন্দর আগরওয়ালা, হামিদা খানম ও মোঃ শহিদুল ইসলাম। বরিশালে ৪৯ করদাতাকে সম্মাননা প্রদান ॥ বরিশাল থেকে স্টাফ রিপোর্টার জানান, ‘উন্নয়নের শীর্ষে যাব-যথাযথ আয়কর দিব’ সেøাগান সামনে রেখে বরিশাল বিভাগের জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ৪৯ করদাতাকে সম্মাননা দেয়া হয়েছে। সোমবার সকালে বরিশাল কর অঞ্চলের আয়োজনে নগরীর হোটেল গ্র্যান্ড পার্ক সাউথ গেট বলরুম মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এ্যান্ড ইনভেস্টিগেশন) আরিফা শাহানা। অনুষ্ঠানে অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস, বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন পাইক, অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ নাঈমুর রসুল, বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি কাজী মফিজুল ইসলাম প্রমুখ। শেষে বরিশাল বিভাগের ছয় জেলা ও সিটি কর্পোরেশনের ৪৯ সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। বগুড়ায় ২৮ করদাতাকে সম্মাননা প্রদান ॥ বগুড়া অফিস থেকে স্টাফ রিপোর্টার জানান, সোমবার সকালে বগুড়া বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে বগুড়া কর অঞ্চলের চার জেলার ২৮ জন সেরা করদাতাকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে চার দিনের আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই স্থানে এই মেলা ১৩-১৬ নবেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান এবং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। আরও উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়া ট্যাক্সেস ল’ইয়ার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন বগুড়া কর অঞ্চলের কর কমিশনার আবু সাঈদ মোঃ মুস্তাক। অতিরিক্ত কর কমিশনার মোঃ জাকির হোসেন জানান, বগুড়া কর অঞ্চলে চলতি অর্থবছরে (২০১৮-১৯) আয়কর আদায়ের টার্গেট ধরা হয়েছে ৩শ’ ৯৪ কোটি টাকা। এর আগের বছরের টার্গেট ছিল ৩শ’ ৩৫ কোটি টাকা। আশা করা হয়েছে এ বছর টার্গেট পূরণ হবে। বগুড়া কর অঞ্চলের চার জেলা বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জের করদাতাদের মধ্যে চারটি ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দাতার ২৮ জনকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে প্রতি জেলার তিনজন করে সর্বোচ্চ করদাতা, দুইজন করে দীর্ঘমেয়াদী করদাতা, একজন করে সর্বোচ্চ নারী করদাতা ও একজন করে ৪০ বছরের নিচে তরুণ করদাতা রয়েছেন। তারা হলেন বগুড়া জেলায় সর্বোচ্চ করদাতা মাসুদুর রহমান মিলন, আনোয়ার হোসেন ও আব্দুল মান্নান। দীর্ঘমেয়াদী করদাতা মনোয়ার হোসেন ও আহাম্মদ রশিদ। নারী করদাতা মেহতাজ তাসনিয়া ও তরুণ করদাতা আবু জাহের। সিরাজগঞ্জের সর্বোচ্চ করদাতা সালাহ উদ্দিন রনি, হাজী মোঃ আলতাফ হোসেন ও শামসুল আলম। দীর্ঘমেয়াদী করদাতা আব্দুল হান্নান, গোলাম হোসেন, নারী করদাতা জান্নাত আরা হেনরী ও তরুণ করদাতা আব্দুল কাদের। গাইবান্ধার সর্বোচ্চ করদাতা খাদেমুল ইসলাম, মতলুবর রহমান ও আব্দুল লতিফ হাক্কানী। দীর্ঘমেয়াদী করদাতা বিপ্লব কুমার সাহা, ইকবাল হোসেন রাজু, নারী করদাতা পলি চক্রবর্তী ও তরুণ করদাতা শাহ মোঃ আহসান হাবিব। জয়পুরহাটে সর্বোচ্চ করদাতা কালীচরণ আগওয়ালা, জাহিদুল ইসলাম জাহিদ ও আহসান কবির। দীর্ঘমেয়াদী করদাতা আব্দুস সামাদ, ব্রজ কিশোর সাহা, নারী করদাতা রাজিয়া সুলতানা ও তরুণ করদাতা মোঃ শাহরিয়ার। কুমিল্লায় ৬ জেলার সেরা করদাতাদের সম্মাননা প্রদান ॥ কুমিল্লা থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কর অঞ্চল কুমিল্লার আয়োজনে নগরীর একটি হোটেলে সোমবার ছয় জেলার সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া। কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার আবু মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-কুমিল্লার কমিশনার মাহবুবুজ্জামান। অনুষ্ঠানে কর অঞ্চল-কুমিল্লার অধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা মহানগরীর সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী মোট ৪৯ করদাতাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। নারায়ণগঞ্জ কর অঞ্চলে ২১ সেরা করদাতাদের সম্মাননা প্রদান ॥ নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, নারায়ণগঞ্জ কর অঞ্চলের সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সস্তাপুর আমন্ত্রণ কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ কর অঞ্চলের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়। নারায়ণগঞ্জ- মুন্সীগঞ্জের মোট ২১ সেরা করদাতার হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান। নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ। বরগুনা জেলার সেরা তরুণ আয়কর দাতার সম্মাননা প্রদান ॥ আমতলী, বরগুনা থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বরগুনা জেলার দ্বিতীয়বার সেরা তরুণ আয়কর দাতার সম্মাননা পেলেন আমতলীর প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ শাহজাদা আকন। সোমবার কর অঞ্চল বরিশাল আয়কর মেলার করদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস তাকে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জানা গেছে, আমতলী উপজেলার প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ শাহজাদা আকন ২০১৭-১৮ অর্থবছরে বরগুনা জেলার তরুণ আয়করদাতা হিসেবে সর্বোচ্চ আয়কর প্রদান করেন। এতে তিনি বরগুনা জেলার সেরা তরুণ আয়কর দাতা মনোনীত হন। গ্রান্ডপার্ক হোটেল মিলনায়তনে কর অঞ্চল বরিশাল আয়কর মেলার করদাতা সম্মাননা অনুষ্ঠানে ঢাকা রাজস্ব বোর্ডের সদস্য আরিফা শাহানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার (বরিশাল মেট্রোপলিটন) মোশাররফ হোসেন, কর কমিশনার (কর অঞ্চল বরিশাল) মকবুল হোসেন পাইক, পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকন। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের হাত থেকে এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তিনি। এর আগে ২০১৬-২০১৭ অর্থবছরে বরগুনা জেলার সেরা তরুণ করদাতা হিসেবে ক্রেস্ট পান।
×