ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাট্টালি টেক্সটাইলের প্রথম দিনে দর বেড়েছে ১৪৪ শতাংশ

প্রকাশিত: ০৪:১৫, ১৩ নভেম্বর ২০১৮

কাট্টালি টেক্সটাইলের প্রথম দিনে দর বেড়েছে ১৪৪ শতাংশ

সোমবার প্রথমদিনে কাট্টালি টেক্সটাইলের ১০ টাকার শেয়ারটি ২৫ টাকা দিয়ে লেনদেন শুরু হয়। যা দিন শেষে দাঁড়িয়েছে ২৪.৪০ টাকায়। যাতে প্রথমদিনে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.৪০ টাকা বা ১৪৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার কাট্টালি টেক্সটাইলের শেয়ারটি সর্বোচ্চ ২৯.৯০ টাকা থেকে সর্বনিম্ন ২২ টাকার মধ্যে লেনদেন হয়েছে। তবে সর্বশেষ ২৪.৬০ টাকায় টাকায় লেনদেন হয়েছে। এর মাধ্যমে শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২৪.৪০ টাকায়। আর এই দর নিয়ে মঙ্গলবার শেয়ারটির লেনদেন শুরু হবে। এদিন কোম্পানিটির ৮৩ লাখ ৯১ হাজার ৯৭৯টি শেয়ার ২০ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে ১৪ হাজার ৮৪০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে সোমবার ডিএসইতে কাট্টালি টেক্সটাইলের শেয়ার দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×