ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:১৪, ১৩ নভেম্বর ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫১৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ১ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে ৫২৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২০৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ এসকে ট্রিম, কাট্টালি টেক্সটাইল, খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মা, ইনটেক, বেক্সিমকো, পেনিনসুলা চট্টগ্রাম, বিবিএস কেবল, শাশা ডেনিম ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ এমএল ডাইং, সোনালী আঁশ, স্টাইল ক্রাফট, লিব্রা ইনফিউশন, পেনিনসুলা চট্টগ্রাম, মুন্নু স্টাফলার, পপুলার লাইফ, এমবে ফার্মা, সায়হাম কটন ও ফার্মা এইড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ অলিম্পিক এক্সেসরিজ, এসকে টিমস, প্রাইম টেক্সটাইল, সামিট পাওয়ার, ইনটেক, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইন্দোবাংলা ফার্মা, সামাতা লেদার, নূরানী ডাইং ও এডভেন্ট ফার্মা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।
×