ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজায় ইসরাইলী হামলায়, হামাস কমান্ডারসহ নিহত ৭

প্রকাশিত: ০৩:৫২, ১৩ নভেম্বর ২০১৮

গাজায় ইসরাইলী হামলায়, হামাস কমান্ডারসহ নিহত ৭

গাজায় ইসরাইলী বিমান হামলা এবং গোপন অভিযানে হামাসের শীর্ষস্থানীয় কমান্ডারসহ সাত ফিলিস্তিনী নিহত হয়েছেন। রবিবারের এসব ঘটনা চলাকালে ইসরাইলী এক কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর ইয়াহু নিউজ। অনুপ্রবেশকারী ইসরাইলীদের হামলা এবং তাদের বিমান হামলার জবাবে হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করা হয়। এ সময় ইসরাইলের গাজা সীমান্তবর্তী এলাকাগুলোতে সাইরেনের শব্দ শোনা যায়। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দুটি রকেট প্রতিহত করেছে। ফিলিস্তিনীদের রকেট হামলায় ইসরাইলের দিকের কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই সহিংস ঘটনার খবরে ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্যারিস সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যান। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, চলন্ত একটি গাড়ি থেকে অজ্ঞাত হামলাকারীরা তাদের বাহিনীর একটি দলের ওপর গুলিবর্ষণ করলে ঘটনার সূত্রপাত।
×