ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ার দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১, নিখোঁজ ২০০

প্রকাশিত: ০৩:৫১, ১৩ নভেম্বর ২০১৮

ক্যালিফোর্নিয়ার দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১, নিখোঁজ ২০০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পৃথক দুটি দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত দুই শ’ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর বিবিসির। দমকল কর্মীরা জানান, অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ক্যাম্প ফায়ার নামের দাবানলে পুড়ে মারা যাওয়া আরও ছয়জনের লাশ রবিবার পাওয়া যায়। এদের নিয়ে এই দাবানলটিতে নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিউট কাউন্টির শেরিফ কোরি হোনেয়া জানান, পুড়ে যাওয়া একটি বাড়িতে পাঁচজনের লাশ পেয়েছেন কর্মকর্তারা। এছাড়া একটি গাড়িতে আরেকটি লাশ পাওয়া গেছে। এখনও পর্যন্ত আরও দুই শ’ জন নিখোঁজ রয়েছে। ক্যাম্প ফায়ার দাবানলটি ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানল গ্রিফিথ পার্ক দাবানলের সমান প্রাণঘাতী হয়ে গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। এর দক্ষিণে উয়ুলজি নামের আরেকটি দাবানল দু’জনের প্রাণ নিয়েছে। এই দাবানলটির কারণে সাগর তীরবর্তী কয়েকটি অবকাশ যাপন কেন্দ্র হুমকির মুখে রয়েছে। এগুলোর মধ্যে মালিব্যু অন্যতম। ক্যালিফোর্নিয়ার তিনটি অংশে পৃথক তিনটি দাবানল থেকে বাঁচতে প্রায় আড়াই লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় সরে গেছে। বাড়তে থাকা বাতাসের কারণে দাবানলগুলো আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার গবর্নর জেরি ব্রাউন দাবানলের তা-বকে বড় ধরনের দুর্যোগ ঘোষণার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। ট্রাম্প তার এই আহ্বানে সাড়া দিলে কেন্দ্র থেকে বেশি পরিমাণ জরুরী তহবিল পাওয়ার পথ উন্মুক্ত হবে। কিন্তু একদিন আগেই ট্রাম্প এই দাবানলগুলোর জন্য ক্যালিফোর্নিয়ার দুর্বল বন ব্যবস্থাপনাকে দায়ী করে কেন্দ্র থেকে অঙ্গরাজ্যটিকে দেয়া তহবিল হ্রাস করার হুমকি দিয়েছিলেন।
×