ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোটের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর

প্রকাশিত: ২০:২৬, ১২ নভেম্বর ২০১৮

ভোটের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর

অনলাইন রিপোর্টার ॥ নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, “আমরা তফসিল পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। ২৮ নবেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।” আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা জানান। জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন জোটের দাবির পর ভোট এক সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর আগে গত ৮ নবেম্বর সিইসি একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন। ওই সময় তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা বলা হয়। তবে পুন:তফসিল অনুযায়ী ৭ দিন পেছাল ভোট গ্রহণ। এ অনুষ্ঠানের আগে সকালে কমিশনের বৈঠকে তফসিল পুনঃনির্ধারণের এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান সিইসি।
×