ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হুমায়ূন আহমেদের জন্মদিনে ‘দেবী’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:৪২, ১২ নভেম্বর ২০১৮

হুমায়ূন আহমেদের জন্মদিনে  ‘দেবী’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্দেশক হুমায়ূন আহমেদের মঞ্চ নাটকের গৌরবোজ্জ্বল অধ্যায় ধরে রেখেছে নাট্যদল ‘বহুবচন’। দলের প্রযোজনায় হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোঃ ইকবাল হোসেনের নাট্যরূপ ও আরহাম আলোর নির্দেশনায় ‘দেবী’ নাটকের একাধিক প্রদর্শনী দেশে ও বিদেশে দর্শক নন্দিত হয়েছে। হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘দেবী’ নাটকটির ১১৫তম মঞ্চায়ন হবে। চেতন-অবচেতন মনের দ্বন্দ্বের চিরায়ত নাটকীয় উপস্থাপনা ‘দেবী’। নাটকের প্রধান চরিত্র রানুর বয়স ষোলো-সতের। বিয়ের পূর্বে ছোটবেলায় ঘটে যাওয়া কিছু ঘটনা ওর মনের মধ্যে গেঁথে যায়। তা থেকে বেরিয়ে আসতে নিজেকে অতি-মানবীয় মনে করে ও নিজেকে ‘দেবী’ বলে উপস্থাপন করে। কিন্তু মিসির আলী যিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক, তিনি রানুর ছোটবেলার ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যাখ্যা করেন, তুলে ধরেন কার্যকরণ সূত্র। এরপরই প্রমাণ হয় ঘটনাগুলো অতি-প্রকৃত নয়, বাস্তব। রানু তা বিশ্বাস করে না। সে নিজেকে ‘দেবী’ বলেই মনে করে। এ রকম অবস্থা প্রায় প্রত্যেকের জীবনে ঘটে। চেতনা-অবচেতনা মনের দ্বন্দ্বের এই ক্রিয়া চিরকালীন। ‘দেবী’ নাটকের এই-ই মূল উপজীব্য। নাটকে অভিনয় করেন সালাউদ্দিন, হ্যাপী, মাহমুদ, মনি, সাহিত্য, তাপস, আলো, তৌফিকুর রহমান, আরহাম আলো, তাপস, ডলি, কবিতাসহ আরও অনেকে। বহুবচনের দল প্রধান ও প্রযোজনা অধিকর্তা তৌফিকুর রহমান বলেন, নব্বই দশকে হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ মঞ্চায়নের জন্য তার অনুমতি নিতে গেলে তিনি উদারভাবে সম্মতি দেন এবং বলেন, আমার নাটক লেখার অনুপ্রেরণা তো ‘বহুবচন’। আমার যে কোন নাটক আপনারা নাট্যরূপ দিয়ে মঞ্চায়ন করতে পারেন। আপনাদের প্রতি আমার আন্তরিক বিশ্বাস আছে। ১৯৯৪ সালে প্রথম মঞ্চায়ন হয়। বিগত ২১ বছরে ১১৪টি শো হয় এবং তার মধ্যে ভারতে তিনটি শো হয়। উভয় স্থানে দর্শকরা এই ভিন্ন ধারার নাটকটির জন্য প্রিয় লেখক হুমায়ূন আহমেদের ভূয়সী প্রশংসা করেন। এবারের শোতেও দর্শকদের উপস্থিতি এবং আমাদের অভিনয় প্রচেষ্টা উদ্বুদ্ধ করবে একই ধারা অব্যাহত রাখতে।
×