ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুইবার এগিয়ে গিয়েও বেয়ার্ন মিউনিখের পরাজয়

বুন্দেসলিগায় ডর্টমুন্ডের রোমাঞ্চকর জয়

প্রকাশিত: ০৬:৪০, ১২ নভেম্বর ২০১৮

বুন্দেসলিগায় ডর্টমুন্ডের রোমাঞ্চকর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ পারল না বেয়ার্ন মিউনিখ। দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার রোমাঞ্চকর ম্যাচে বেয়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। এই জয়ের ফলে লীগ টেবিলের শীর্ষস্থানটা আরও সুসংহত করল জার্মানির অন্যতম সেরা ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। এছাড়াও বুন্দেসলিগায় দিনের অন্য ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে স্টুটগার্ট, মেইঞ্জ, মনশেনগ্লাডবাখ এবং হোফেনহেইমের মতো দলগুলো। স্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকো, মাদ্রিদ ডার্বি যেমন রোমাঞ্চের। তেমনি ইংলিশ প্রিমিয়ার লীগের ডার্বি দেখতেও মুখিয়ে থাকেন গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা। জার্মান ক্লাসিকোও কোন অংশে কম নয়। শনিবার রাতে বেয়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড তা বুঝিয়ে দিয়েছে। ঘরের মাঠে ডর্টমুন্ড হারিয়েছে বাভারিয়ানদের। ম্যাচে দারুণ উত্তেজনা ছড়িয়েছে দু’দল। বেয়ার্ন এগিয়ে গেছে তো ডর্টমুন্ড সমতায় ফিরেছে। আবার বেয়ার্ন গোল দিয়েছে, শোধ করেছে ডর্টমুন্ড। কিন্তু ‘সুপার সাব’ পাকো আলকাসের ম্যাচের ‘নায়ক’ বনে গেছেন। বেয়ার্নের হাত থেকে ম্যাচটাকে বের করে নেন তিনি। ম্যাচের প্রথমার্ধে বেয়ার্ন মিউনিখকে এদিন প্রথম এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। ২৬ মিনিটে গোল করেন তিনি। তবে দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে জার্মান তারকা মার্কো রেউসের গোলে সমতায় ফিরে বরুশিয়া ডর্টমুন্ড। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। এরপর আবারও লেভানডোস্কির গোল। আবারও ডর্টমুন্ডকে সমতায় ফেরান দলটির অধিনায়ক রেউস। ম্যাচের ৫২ মিনিটে গোল করে বেয়ার্নকে এগিয়ে নেন লেভানডোস্কি। আর দারুণ ফর্মে থাকা রেউস ৬৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর বদলি হিসেবে নেমে জার্মান ক্লাসিকোর ‘নায়ক’ বনে যান পাকো আলকাসের। দারুণ ফর্মে থাকা এই তারকা ম্যাচের ৭৩ মিনিটে গোল করেন। ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে বরুশিয়া ডর্টমুন্ড। ‘সুপার সাব’ আলকাসেরের গোলে প্রথম লিড নেয় বুন্দেসলিগায় চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ডর্টমুন্ড। এরপর আর কোন দল গোল না পেলে ওই লিড নিয়েই মাঠ ছাড়ে তারা। এ নিয়ে সর্বশেষ ছয় দেখায় দুই জয় পেল তারা। এর আগে তিন জয় ছিল বেয়ার্নের দখলে। এক ড্র এবং এক জয় ছিল ডর্টমুন্ডের। পয়েন্ট টেবিলেও এই জয় রাজত্ব এনে দিয়েছে রেউসদের। পয়েন্ট টেবিলে বেয়ার্ন মিউনিখের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে তারা। আর বেয়ার্নের টেবিলে অবস্থান তিনে। বারবার কোচ বদল করা আর তারকা খেলোয়াড়দের পড়তি ফর্ম বেয়ার্নের দুরবস্থার মূল কারণ। আর সেই সুযোগ ২০১১-১২ মৌসুমের পর এবারই লীগে রাজত্ব করছে ডর্টমুন্ড। আট বছর আগের ওই মৌসুমে সর্বশেষ শিরোপা ঘরে তুলেছিল তারা। এবার তাদের সামনে আছে সেই সুযোগ। যদিও মৌসুমের কেবল শুরু। তারপরও ডর্টমুন্ড যদি পথ না হারায় তবে জমজমাট বুন্দেসলিগা আভাস মেলে। তবে এই মুহূর্তে বেশ চাপের মধ্যে রয়েছে গত কয়েক মৌসুম ধরেই জার্মানিতে এককভাবে রাজত্ব করা বেয়ার্ন। দলটির রক্ষণসৈনিক জোশুয়া কিম্মিচের কণ্ঠে অন্তত শুনা গেল ঠিক তেমন সুরই। এ প্রসঙ্গে ম্যাচের শেষে তিনি বলেন, ‘ডর্টমুন্ডের চেয়ে এখন আমরা সাত পয়েন্ট পিছিয়ে। শুধু তাই নয়, লিপজিগও আমাদের টপকে যেতে পারে। তাই এই মুহূর্তে আমরাই চাপের মধ্যে। তবে এ রকম চাপ সামলানোর ক্ষমতা আমাদের রয়েছে।’ এদিকে মৌসুমের প্রথম ১১ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকায় দারুণ সন্তুষ্ট ডর্টমুন্ড। ক্লাবটির কোচ তো ম্যাচের শেষে সাফ জানিয়ে দেন, ‘১১ ম্যাচ থেকে আমাদের সংগ্রহে ২৭ পয়েন্ট। আমরা খুব খুশি।’ তবে এরপরই শীর্ষদের সতর্কবার্তা দিয়ে রাখেন ডর্টমুন্ডের কোচ, ‘তবে এখন আমাদের অনেক কাজ করতে হবে। কেননা এ মৌসুমে বুন্দেসলিগার অবস্থান অনেক ওপরে। এবার বেশ কয়েকটি দল দুর্দান্ত খেলছে।’
×