ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেস্ট অভিষেকের আগেই সাদা পোশাক ছাড়লেন রাইডু

প্রকাশিত: ০৬:৪০, ১২ নভেম্বর ২০১৮

 টেস্ট অভিষেকের  আগেই সাদা  পোশাক ছাড়লেন  রাইডু

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স ৩৩। পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে-টি২০ খেললেও এখনও টেস্টে সুযোগ পাননি আমবাতি রাইডু। ব্যতিক্রম কিছু না ঘটলে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ সময় কাটানো টপঅর্ডার ব্যাটসম্যান আগামী বছর বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন। রঙিন পোশাকে আরও মনোযোগী হতে এবার টেস্ট অভিষেকের আগেই সাদা পোশাকের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন রাইডু। অর্থাৎ ঘরোয়া প্রথম শ্রেণীতেও আর দেখা যাবে না তাকে। জাতীয় দলের হয়ে এরই মধ্যে সীমিত ওভারের দলে জায়গাটা মোটামুটি পাকা করে ফেলেছেন। তাই অন্যদিকে আর মনোযোগ দিতে রাজি নন তিনি। রাইডু ঘরোয়া ক্রিকেট খেলেন হায়দরাবাদের হয়ে। আর হায়দরাবাদ ক্রিকেট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই তার প্রথম শ্রেণী থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করা হয়। এশিয়া কাপে ভারতীয় দলে নিয়মিত খেলেছেন রাইডু। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজেও ব্যাট হাতেও চোখে পড়ার মতো পারফর্ম করেন। বোঝাই যায়, বিশ্বকাপ দলেও জায়গা পেতেও খুব একটা বেগ পেতে হবে না ২০১৩ সালে জিম্বাবুইয়ের বিপক্ষে হারারেতে অভিষেক হওয়া রাইডুর। কিছুদিন আগেও যখন টপঅর্ডার নিয়ে ভারতীয় ম্যানেজমেন্ট দুশ্চিন্তার কথা বলেছিল, অধিনায়ক বিরাট কোহলি তখনও রাইডুর পাশে ছিলেন। বলেছিলেন, ও ঠিকই রানে ফিরবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম চার ওয়ানডেতে রাইডুর ব্যাট থেকে আসে যথাক্রমে ২২*, ৭৩, ২২ ও ১০০ রানের ইনিংস। ডানহাতি এই ব্যাটসম্যান ভারতের হয়ে খেলা ৪৫টি ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি আর ৯টি হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া ৬টি টি২০ খেলেন তিনি। প্রথম শ্রেণীতে ৯৭টি ম্যাচ খেললেও দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ হয়নি কখনও। তার আগেই দীর্ঘ পরিসরের ক্রিকেটকে বিদায় জানালেন। এখন দেখার বিষয় রঙিন পোশাকে ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কি না। সামনে ভারতের অত্যন্ত চ্যালেঞ্জিং অস্ট্রেলিয়া সফর রয়েছে।
×