ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে শুরু হচ্ছে বিচ কাবাডি

প্রকাশিত: ০৬:৩৭, ১২ নভেম্বর ২০১৮

 কক্সবাজারে শুরু হচ্ছে বিচ কাবাডি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও ভাসাভী ফ্যাশনের পৃষ্ঠপোষকতায় ‘ভাসাভী বীচ কাবাডি ২০১৮ পুরুষ ও মহিলা’ আগামী ১৫ নবেম্বর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টের পুরুষ বিভাগে ৮ ও মহিলা বিভাগে ৬টি দল অংশগ্রহণ করবে। দুই বিভাগেই দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে লীগ ফরমেটের খেলা শেষে গ্রুপ চ্যাম্পিয়নরা সেমিফাইনাল ও সেমিফাইনাল বিজয়ীরা ফাইনাল খেলবে। রবিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সর হিসেবে ভাসাভী ফ্যাশন্স লিমিটেডের নাম ঘোষণা করা হয় ও টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম, ডিআইজি (এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ডিসিপ্লিন), বাংলাদেশ পুলিশ ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ মোজাম্মেল হক বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ। সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক বীচ কাবাডি শুরু করছে ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন। সেখানে আমরাও খেলব। সে লক্ষ্যে বড় পরিসরে বীচ কাবাডির আয়োজন করেছি আমরা। যেখানে খেলছে সার্ভিসেস ও জেলা দলের সদস্যরা। টুর্নামেন্টে পুরুষ দলগুলো হলো- নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, বিমানবাহিনী, জেল, ফায়ার সার্ভিস, মৌলভীবাজার জেলা ও চট্টগ্রাম জেলা। অন্যদিকে মহিলা দলগুলো হলো- বাংলাদেশ আনসার, পুলিশ, বিজেএমসি, নড়াইল, জামালপুর ও কক্সবাজার। পুরুষ খেলোয়াড় ৮০ জন এবং নারী খেলোয়াড় ৬০ জন। দু’বিভাগের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হবে।
×