ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দরিদ্র কাশেমের ভর্তির দায়িত্ব নিলেন রাবি ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ০৬:৩৪, ১২ নভেম্বর ২০১৮

দরিদ্র কাশেমের ভর্তির  দায়িত্ব নিলেন রাবি  ছাত্রলীগ নেতা

রাবি সংবাদদাতা ॥ চরম দারিদ্র্যের মধ্যেও সংগ্রাম করে পড়ালেখা চালিয়ে গেছেন কুমিল্লার অদম্য মেধাবী ছেলে মোঃ আবুল কাশেম। ভর্তির সুযোগ হয়েছে স্বপ্ন পূরণের প্ল্যাটফরম, পাবলিক বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ই’ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৪৫২তম হয়েছেন আবুল কাশেম। নিজের এমন ফলাফল দেখে উল্লাস করবার কথা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাড়ের বিষয়টি মাথায় আসতে যেন উবে যায় সব উচ্ছ্বাস। উল্লাসের বদলে ভর করে দুশ্চিন্তা, অর্থাভাবে শেষমেশ ভর্তি না হওয়ার শঙ্কা আর স্বপ্ন ভাঙ্গার দুর্ভাবনা। অর্থাভাবে কী একটি স্বপ্ন এভাবে মরে যেতে পারে? এখনও তো মানুষ মানুষের জন্যে বেঁচে আছে! না, আবুল কাশেমের স্বপ্ন মরে যায়নি। কাশেমের এই দুশ্চিন্তার কথা শুনে তার সাহায্যে হাত বাড়িয়েছেন তারই জেলার সন্তান ও রাবি শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জামসেদ আলম সবুজ। বিশ্ববিদ্যালয়ে কাশেমের ভর্তির আশ্বাস দিয়েছেন ছাত্রলীগ নেতা জামসেদ সবুজ। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর পর তাকে হলে উঠিয়ে দিয়ে টিউশনের ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম ব্যাচের এই শিক্ষার্থী। কাশেমের পরিবার সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার আবুল কাশেম ছোট থেকেই চরম দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করেছেন। এলাকার লোকজনের সহায়তায় ও নিজে উপার্জন করে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। কৃষি মজুর বাবা ওয়ালীউল্লাহ তিন মেয়ে ও এক ছেলের জনক। অনেক কষ্টে বড় দুই মেয়ের বিয়ে দিয়েছেন। অসুস্থ ওয়ালীউল্লাহর সংসার এখন বড় দুই মেয়ের সাহায্যেই চলে। এই অবস্থায় কাশেমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর সামর্থ্য নেই তার। ছেলের সাফল্যের কথা শুনে আনন্দ হলেও দুশ্চিন্তায় পড়েন ভর্তি নিয়ে। এ সময় রাবির কুমিল্লা জেলা সমিতির মাধ্যমে কাশেমের খবর পান ছাত্রলীগ নেতা জামসেদ সবুজ।
×