ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনুমতি ছাড়াই ঘুরছেন বিদেশীরা

বান্দরবানে এক মাসে ১১ বিদেশী আটক

প্রকাশিত: ০৬:৩০, ১২ নভেম্বর ২০১৮

 বান্দরবানে এক মাসে  ১১ বিদেশী আটক

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১১ নবেম্বর ॥ প্রশাসনিক অনুমতি ছাড়া বান্দরবান জেলায় বিদেশী নাগরিকদের অনুপ্রবেশ বাড়ছে। অনুপ্রবেশের কারণে আটক হচ্ছে ভারতীয়সহ বিভিন্ন দেশের নাগরিক। গত ১ মাসে বান্দরবানে ৭ ভারতীয় বিদেশী নাগরিকসহ মোট ১১ বিদেশী আটক হওয়ায় ক্ষোধ জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে ভাবিয়ে তুলেছে। জানা গেছে, কোন বিদেশী নাগরিককে বান্দরবানে প্রবেশ করার সময় শহরের রেইছা পুলিশ চেক পোস্টে প্রশাসনের অনুমতিপত্র হস্তান্তর করে জেলায় প্রবেশ করতে হয়। এসব নাগরিকের কোন অনুমতিপত্র না থাকার পরও চেকপোস্ট অতিক্রম করে কিভাবে জেলায় প্রবেশ, সেনাবাহিনী নিয়ন্ত্রিত নীলগিরি ভ্রমণ এবং তিন দিন অবস্থান গ্রহণ করেন সেই বিষয়ে জোর আলোচনা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নবেম্বর বান্দরবান এসে চাঁদের গাড়ি নিয়ে নীলগিরি পর্যটন কেন্দ্রের উদ্দেশে রওনা হলে জেলার ওয়াই জংশন পুলিশ চেকপোস্টে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন নেপালী ছাত্রকে আটক করে। আটকৃতরা হলো, নেপালের নাগরিক দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ইলেক্ট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আনন্দ রায়, দীপেশ পোদ্দার ও সুভাস চন্দ্র। এর আগে ২ নবেম্বর রাতে একইভাবে অনুমতি ছাড়া বান্দরবানে প্রবেশ করায় নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে ভারতীয় নাগরিক মোনালিসা ভট্টাচারিয়াকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের যাচাই-বাছাই শেষে ছেড়ে দেয়া হয়। আরও জানা গেছে, গত ২০ অক্টোবর পর্যটন কেন্দ্র নীলগিরি থেকে ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনার মাজেদুল হক ম-ল নজরুল হক ম-ল, বিবি ফরিদা, আসমিফ ম-ল, আমিনা ম-ল, মহিউদ্দিন মোল্লা ও সাহিল হোসাইনকে আটক করে সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যরা। পরে তাদের আটক করে পুলিশে হস্তান্তরের পর জেলার বাইরে পাঠিয়ে দেয়া হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিদেশী ছাত্ররা বান্দরবানসহ অপর দুই পার্বত্য জেলায় ভ্রমণে আসলে ক্ষোধ দেশীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যাপারে তাদের বিদেশী ছাত্রদের পাহাড়ে ভ্রমণের ক্ষেত্রে অনুমতি নেয়ার বিষয়টি অবহিত না করার কারণে এ সমস্যা হচ্ছে। আবার অনেক বিদেশী আসছেন বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতা ও উন্নয়ন সংস্থার সঙ্গে গোপন বৈঠকে মিলিত হতে। তবে স্থানীয় গোয়েন্দা সংস্থার মতে, বাংলাদেশীদের সঙ্গে ভারতের কলকাতার বাঙালীদের ভাষা ও সাংস্কৃতি ও চেহারায় মিল থাকায় অনেকে বিশেষ করে ভারতীয়দের বান্দরবানসহ অপর দুই পার্বত্য জেলায় প্রবেশ কোনভাবেই ঠেকানো যাচ্ছে না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বান্দরবানসহ অপর দুই পার্বত্য জেলায় প্রবেশ করার আগে বিদেশীদের অবশ্যয় প্রশাসনের অনুমতি নেয়া প্রয়োজন। উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠকে পার্বত্য জেলায় বিদেশীদের ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করা হয়।
×