ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুই

প্রকাশিত: ০৬:৩০, ১২ নভেম্বর ২০১৮

 পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে কলেজের ছাত্রদের হামলায় পুলিশের এক এএসআইসহ দুইজন আহত হওয়ার ঘটনায় রবিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের দুই ছাত্রকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার আবুল কাশেমের ছেলে তোফায়েল আহমেদ ও একই উপজেলার ফজলুল হকের ছেলে ওয়াকিল নাসিফ। পুলিশ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকাস্থিত ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের গেট এলাকায় ওই কলেজের ছাত্রদের সঙ্গে শনিবার বিকেলে সাধারণ লোকজনের সংঘর্ষ বাধে। ঘটনা চলাকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার কামরুল হাসান ও রজব আলী নামের দুই এএসআই সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় ছাত্রদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন এএসআই মোঃ কামরুল হাসান। তাকে ঢাকার উত্তরায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় এএসআই রজব আলী বাদী হয়ে রবিবার বাসন থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই কলেজের অনার্স ১ম বর্ষের দুই ছাত্রকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×