ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় আরোহী দম্পতি নিহত

প্রকাশিত: ০৬:২৯, ১২ নভেম্বর ২০১৮

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় আরোহী দম্পতি নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর রেলপথের বেলাইচন্ডি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনাটি ঘটে রবিবার দুপুর ১২টার দিকে। সূত্রমতে, রাজশাহী হতে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলাইচন্ডি রেলক্রসিং অতিক্রমের সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় ট্রেনের ইঞ্জিনের সম্মুখভাগের ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলে নিহত হয় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার শ্রী রামপুর এলাকার আবদুল লতিফের ছেলে মোকছেদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী তহুরা বেগম (৩০)। বরিশালে ট্রাক-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ৩ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ-মীরগঞ্জ সড়কের ক্ষুদ্রকাঠি এলাকায় শনিবার রাতে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার পর ওই সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহতরা হলেন-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (রহমতপুর ক্যাম্পাস) আহাদ আমিন খান রূপম (৩২), থ্রি হুইলার চালক মুলাদী উপজেলার বাসিন্দা রাহাত হোসেন (২৫) ও বাবুগঞ্জের বাসিন্দা পারভেজ (২৮)। গুরুতর আহত সুমন, সাইদুল ইসলাম, নাজমুল হোসেন, তাইজুল ইসলাম ও নাজমুল হুদাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামে অটোরিক্সা চালক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নে ট্রাক ও অটোক্সিার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত শাহাদাত হোসেন (৩২) ওই অটোরিক্সার চালক। তার বাড়ি মেরিন একাডেমি এলাকার বদরপুর গ্রামে। রবিবার ভোরে বড় উঠান ফকিরনিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সবজিবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চালক শাহাদাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়ায় বাস হেলপার স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, রবিবার ভোরে শাজাহানপুর উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আবদুল হান্নান (২৮) নামে এক বাস হেলপার নিহত হয়েছে। তার বাড়ি দিনাজপুরের নীলসাগর এলাকায়। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, এসআই ও রূপা পরিবহন নামে ২টি বাস ঢাকা থেকে দ্রুতগতিতে আসার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় একটি বাস অপরটিকে পিছন দিকে দিয়ে ধাক্কা দেয়। এতে রূপা পরিবহনের বাসের হেলপার বাস থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাজাহানপুর থানার ওসি জানিয়েছেন, বাস আটক করা হয়েছে। গাইবান্ধায় বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপেক্স মোড়ে সড়ক দুর্ঘটনায় রবিবার সকালে আবদুল হামিদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত হামিদ উপজেলার কামদিয়া ইউনিয়নের চকমানিকপুর গ্রামের বাসিন্দা এবং গাইবান্ধা পলী বিদ্যুত সমিতির পরিচালক। স্থানীয়রা জানায়, আবদুল হামিদ মোটরসাইকেলযোগে গাইবান্ধা যাওয়ার সময় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ফলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
×