ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিড়ালের মমি

প্রকাশিত: ০৬:০৫, ১২ নভেম্বর ২০১৮

 বিড়ালের মমি

মিসরের প্রত্ন তত্ত্ববিদরা কায়রোর দক্ষিণে সাকারা চার হাজার বছরের পুরনো বিড়াল ও গুবরে পোকার কবর মমি খুঁজে পেয়েছে। দুই হাজার বছর আগে প্রাচীন মিসরের রাজধানী মেমফিস শহরের বিশাল এক এলাকাজুড়ে এই মমিগুলো রাখা ছিল। প্রাচীন মিসরীয়রা বিশ্বাস করত, মৃত্যুর পরের জীবনে বিড়াল ও অন্য প্রাণীরা বিশেষ অবস্থান পেয়ে থাকে। একটি কবরের মধ্যে বিড়ালদের দেবতার ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে -বিবিসি
×