ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৃষ্টির কারণে মার্কিন সেনাদের সমাধিতে যেতে পারেননি ট্রাম্প

প্রকাশিত: ০৬:০৩, ১২ নভেম্বর ২০১৮

 বৃষ্টির কারণে মার্কিন সেনাদের সমাধিতে যেতে পারেননি ট্রাম্প

বৃষ্টির কারণে হেলিকপ্টার নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সে প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে যেতে পারেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার একেবারে শেষ মুহূর্তে তার এ যাত্রা বাতিলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা চলছে। বিশ্বযুদ্ধে নিহত সেনাদের কবরস্থানে না গিয়ে ট্রাম্প নিহত মার্কিন সেনাদের ‘অসম্মান’ করেছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা এমনটাও বলেছেন। স্ত্রী মেলানিয়াকে নিয়ে প্যারিসের ৮৫ কিলোমিটার পূর্বে আমেরিকান সিমেট্রিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সূচী ছিল মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু টানা হালকা বৃষ্টি ও স্বল্প উচ্চতায় নেমে আসা মেঘ তার হেলিকপ্টারটির সেখানে যাওয়া আটকে দেয়। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, আবহাওয়ার কারণে সময়সূচী, পরিকল্পনা ও আয়োজনে জটিলতা দেখা দেয়ায় সেখানে তাদের উপস্থিতি বাতিল করা হয়েছে। প্রেসিডেন্টের বদলে তার চীফ অব স্টাফ জন কেলি, যিনি একজন অবসরপ্রাপ্ত জেনারেল, প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ওই সিমেট্রিতে গিয়েছেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। ওয়েবসাইট।
×