ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৫

প্রকাশিত: ০৬:০২, ১২ নভেম্বর ২০১৮

 ক্যালিফোর্নিয়ায় দাবানলে  মৃতের সংখ্যা বেড়ে ২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী সাক্রামেন্টোর উত্তরাঞ্চলীয় পার্বত্য শহর প্যারাডাইস ও এর আশপাশে ১৪ ও মালিব্যুতে দুজনের দগ্ধ দেহাবশেষ পাওয়ার পর ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা শনিবার জানিয়েছেন। দাবানলে শহরটি পুড়ে গেছে। খবর গার্ডিয়ানের। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি এ্যান্ড ফায়ার প্রোটেকশন বিভাগের মুখপাত্র স্কট ম্যাকক্লেইন জানান, ওই এলাকায় ছড়িয়ে পড়া ক্যাম্প ফায়ার দাবানলে শহরটি ধ্বংস হয়ে গেছে। কোন পরিস্থিতিতে এদের মৃত্যু হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি এবং নিহতদের শরীর বাজেভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে গেছে। কর্তৃপক্ষ মৃতদেহ শনাক্তকরণে সহায়তা করার জন্য একটি মোবাইল ডিএনএ ল্যাব সেখানে পাঠিয়েছে এবং আত্মীয়দের লাশ শনাক্ত করার জন্য ডিএনএ দিতে উৎসাহিত করছে। শুধু ১৯৩৩ সালের গ্রিফিথ পার্ক দাবানল ও ১৯৯১ সালের টানেল দাবানল এর চেয়েও বেশি মানুষের প্রাণ নিয়েছিল। গত সপ্তাহের মাঝামাঝি পুড়ে যাওয়া কয়েকটি গাড়ির ভেতরে ও কাছে বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। আগুন প্যারাডাইস শহরে এত দ্রুত ছড়িয়ে পড়ে যে বহুলোক তাদের গাড়ি ফেলে রেখে শহরের ভেতর দিয়ে নিচের দিকে চলে যাওয়া একমাত্র সড়ক দিয়ে প্রাণভয়ে দৌড়ে পালায়। এই এলাকার আরও ৩৫ বাসিন্দা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আগুনের সঙ্গে লড়তে গিয়ে তিন দমকল কর্মী আহত হয়েছেন। যাদের মৃত পাওয়া গেছে তাদের মধ্যে নিখোঁজদের কেউ আছেন কি না তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি। শনিবার বিকেলের মধ্যে ক্যাম্প ফায়ারে প্লুমাস জাতীয় বনের প্রান্তীয় ৪০,৫০০ হেক্টর এলাকা ছাইয়ে পরিণত হয়েছে। ৮০০ কিলোমিটার দক্ষিণে উলসি ফায়ার নামের আরেকটি দাবানল মালিব্যুর ওপরের অংশে পাহাড়ের পাদদেশগুলোতে ছড়িয়ে পড়েছে। এই দাবানলটি এক রাতের মধ্যে দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়েছে। ক্যাম্প ফায়ারের আগুনে প্যারাডাইসের ৬,৭০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ায় দাবানলে স্থাপনা পুড়ে যাওয়ার এটিই সর্বোচ্চ রেকর্ড। বাড়তে থাকা মৃতের সংখ্যা এটিকে অন্যতম প্রাণঘাতী দাবানলে পরিণত করেছে। শনিবার এটি এক লাখ পাঁচ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে। যার মাত্র ২০ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। দমকা বাতাস বাড়তে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বুটি কাউন্টি শেরিফ কোরি হোনিয়া বলেন, নিখোঁজ ১১০ জনের তালিকা করা হয়েছে। তিনি লোকজনকে সাবধান করেছেন এবং ঘরবাড়ি খালি করে দেয়ার জন্য সতর্কতা জারি করেছেন এবং নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমি এখানে প্রতি রাতে উঠে এসে আপনাদের বলতে চাই না যে আরও মৃতদেহ পাওয়া গেছে। লসএ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ প্রধান জন বেনেডিক্ট বলেন, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের মালিব্যু শহরের একটি আবাসিক এলাকার গাড়ি চলাচলের পথে গাড়ির ভেতরে দুটি দগ্ধ মৃতদেহ পাওয়া যায়। শনিবার সেখানকার সড়ক পথের নুড়ি, কিছু বিশাল পাথর ও বৈদ্যুতিক সংযোগ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে এখনও আগুন জ্বলছে। কর্মকর্তারা জানিয়েছেন, উলসে দাবানল এখনও কোন ক্ষয়ক্ষতি করেনি। তবে সান্টা এ্যানা বাতাস ৮৩ হাজার একর এলাকায় ধোঁয়া ছড়াচ্ছে। গত দুদিনে তা আরও ধীরগতির হয়ে পড়েছে। যেজন্য দমকল কর্মীরা তাকে নিয়ন্ত্রণের সুযোগ পেয়েছে। অন্তত ১৭৭ বাড়ি ও অন্যান্য কাঠামো ধ্বংস হয়ে গেছে।
×